বর্তমান প্রযুক্তির যুগে গান গাওয়া অনেক সহজ: বিগ বি
বিনেদান ডেস্ক : বর্তমান প্রযুক্তির যুগে গান গাওয়া অনেকটাই সহজ হয়ে গিয়েছে। এমনটাই মনে করেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। খুব শীঘ্রই বিগ বি-কে ছোট পর্দায় দেখা যাবে। ‘আজ কী রাত হ্যায় জিন্দেগি’-নামক একটি টেলিভশন শোয়ে সঞ্চালনা করবেন তিনি। সেখানে প্রত্যেক এপিসোডের শুরুতে অমিতাভ তার নিজের কণ্ঠে গাইবেন।
সেই প্রসঙ্গেই নিজের ব্লগে ৭৩ বছরের এই তারকা লেখেছেন, এখন দুনিয়া অনেক জটিল। আধুনিক যন্ত্রের সহায়তায় সঙ্গীত এখন অনেক উন্নত। এখন গান গাইবার সময় যা ভুলভ্রান্তি হচ্ছে তা কম্পিউটার দিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে। অটো-টিউনার চলে আসার পর থেকে গান গাওয়া অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
‘পিকু’ ছবির প্রধান অভিনেতা আরো জানান, সঙ্গীত একজনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সঙ্গীত ছাড়া জীবনের কোনও মানে থাকে না।
২৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�