সোমবার, ১৫ মে, ২০১৭, ০৮:৫৮:৪০

ক্রিকেট মাঠে সেদিন লজ্জায় মুখ লুকাতে চেয়েছিলেন অমিতাভ

ক্রিকেট মাঠে সেদিন লজ্জায় মুখ লুকাতে চেয়েছিলেন অমিতাভ

বিনোদন ডেস্ক: ক্রিকেটের বিশাল ভক্ত হিসেবে যদি কোন বলিউড তারকার নাম বলতে হয়, তাহলে নিঃসন্দেহে সেটি অমিতাভ বচ্চনের নাম। তিনি কখনোই ভারতের খেলা মিস করেন না এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) নিয়মিত অনুসরন করেন।

প্রতিটি খেলা শেষে অমিতাভ বচ্চনের টুইটও একটি নিয়মিত ঘটনা। সম্প্রতি আইপিএলের ম্যাচ পূর্ববর্তী ‘এক্সট্রা ইনিংস’ শো-তে নিজের ছবি ‘সরকার ৩’-এর প্রচারনার সময় ক্রিকেট নিয়ে তার জীবনে বেশ কিছু ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই বলিউড কিংবদন্তি।

অনুষ্ঠান শেষে নিজের ব্যক্তিগত ব্লগে অমিতাভ, সাবেক ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির সাথে ঘটে যাওয়া একটি ঘটনার কথা লিখেন। ২০০৩ সালে অমিতাভের মুভি ‘ভগবান’ এর শুটিং সেটে হঠাৎ ধোনির আগমন প্রসঙ্গে অমিতাভ লিখেন , ‘স্মৃতি অনেক বছরের পুরনো। ধোনি ভাগবানের সেটে সেদিন হঠাৎ প্রবেশ করলো, আমি এবং অন্যরা তখন শুটিংয়ে ব্যস্ত। আমাদেরকে সেদিন তাজ্জব বনিয়ে দিয়েছিল ধোনি।’

আরও একটি অভিজ্ঞতার কথা শেয়ার করেন অমিতাভ। সাবেক ভারতীয় স্পিনার গ্রেট ভিনো মানকাড এর সাথে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে আজও লজ্জিত অমিতাভ বলেন, ‘এটা ছিল একটি চ্যারিটি ক্রিকেট ম্যাচ বলিউড বনাম ইন্ডিয়ান ক্রিকেট টিম। আমি বল করার সময়, আম্পায়ার আমাকে এসে বোলিং টিপস দিতে শুরু করলো।

আমাকে বলল, ওভার দ্যা উইকেটে এসে শর্ট বল করার জন্য। আমি চরম বিরক্ত হচ্ছিলাম। একজন আম্পায়ারের কাছ থেকে টিপস নেবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ব্যাপারটি নিয়ে এক সতীর্থের সাথে কথা বললাম। সে আমাকে বলল, ‘গাধা, আম্পায়ার ভদ্রলোকটি আর কেউ নয়, স্পিন বোলিং জায়ান্ট ভিণো মানকাড!’ শুনেই তো আমি পুরো থ! তার নাম শোনার পর আমি বুঝতে পারছিলাম না, মুখ কোথায় লুকিয়ে রাখবো!’

জানিয়ে রাখা ভাল, ভিনু মানকাডের নামে আইসিসি রুলসে একটি আউটের রুলস রয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে