মঙ্গলবার, ১৬ মে, ২০১৭, ০২:২৩:১১

'রাজনীতির মাধ্যমে টাকা উপার্জন খারাপ'

 'রাজনীতির মাধ্যমে টাকা উপার্জন খারাপ'

বিনোদন ডেস্ক: রজনীকান্ত আট বছর পর ভক্তদের মুখোমুখি হওয়ার পর উস্কে উঠেছে সেই পুরোনো প্রশ্ন, রজনীকান্ত কি অবশেষে রাজনীতিতে আসছেন? জয়ললিতার প্রয়াণে তামিল রাজনীতিতে বিপুল শূন্যতা। এডিএমকে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। বিরোধী ডিএমকে -র নেতা এম কে স্তালিন পিতার মতো ওজনদার নন।

সোমবার তাঁর আগমনে ঝলমল করছিল চেন্নাইয়ের রাঘবেন্দ্র ওয়েডিং হল। প্রায় ৭০০ ভক্তের মুখ খুশিতে ঝলমলে৷ ৬৬টি বসন্ত দাড়ির কালো রং কেড়ে নিলেও কালো পোশাকে দ্যুতি ছড়াচ্ছিলেন শিবাজি রাও গায়কোয়াড় ওরফে রজনীকান্ত। রাজনীতি নিয়ে তিনি কী ভাবছেন ?

এমন প্রশ্নে দার্শনিকের ঢঙে বললেন, কিছু ভক্ত আমাকে রাজনীতিতে যোগ দিতে বলেন। রাজনীতি খারাপ বিষয় নয়। কিন্ত্ত রাজনীতির মাধ্যমে টাকা উপার্জন খারাপ। তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশক ধরে দুর্নীতি ছেয়ে গেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতা বিপুল টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত ছিলেন।

মুখ্যমন্ত্রী হওয়ার মুখে দুর্নীতির দায়ে জেলে চলে গিয়েছেন জয়ার বান্ধবী শশিকলা। তাই কার্যত দুর্নীতির বিরুদ্ধেই আওয়াজ তোলেন মহাতারকা। প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব খারিজ না করে বলেন, যদি আমি রাজনীতিতে যোগ দিই, তা হলে দুর্নীতিকে প্রশ্রয় দেব না।-এই সময়।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে