মঙ্গলবার, ১৬ মে, ২০১৭, ০৪:০৬:১৭

শাহরুখকে গোপনে ফলো করেন এই অভিনেত্রী!

শাহরুখকে গোপনে ফলো করেন এই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক: গোপনে তার ওপর নজরদারি করেন এই নায়িকা- এমন অভিযোগ শাহরুখ খানের! তবে এ বার শাহরুখ এই গোপন নজরদারি ধরে ফেলেছেন। ঘটনাটি ঠিক কী? সেই নায়িকাই বা কে? সোমবার এই নায়িকা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে একটি নির্দিষ্ট ভ্যানিটি ভ্যানের দিকে তিনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।

ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমি ধরতে পেরেছি। এটা শাহরুখের ভ্যানিটি ভ্যান। যশরাজ ফিল্মস স্টুডিওর বাইরে দাঁড়িয়ে রয়েছে। ’’ তার উত্তরে শাহরুখ লেখেন, ‘‘আমাকে উত্যক্ত করছে, এই মর্মে ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। ’’

সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি পোস্ট ও কমেন্ট সবটাই যে মজার ছলে তা বোঝা যাচ্ছে। ঘনিষ্ঠ মহলে এ কথা স্বীকারও করেছেন দু’জনেই। আর এই নায়িকা হলেন আনুষ্কা শর্মা। পরিচালক ইমতিয়াজ আলির আসন্ন ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ ও আনুষ্কা। পাঞ্জাব ও মুম্বাইতে ইতিমধ্যেই এ ছবির বড় অংশের শুটিং হয়ে গেছে।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে