রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫, ০২:৩০:৫৫

কিরণমালা ধংস করে দিল ১৬টি পরিবার !

কিরণমালা ধংস করে দিল ১৬টি পরিবার !

বিনোদন ডেস্ক : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বড়দাপ (সরকারপাড়া) গ্রামের কিরণমালা দেখতে গিয়ে ১৬টি পরিবার আগুনে পুড়ে ছাই। এলাকাসূত্রে জানা যায় শনিবার রাত ৮.৪০মিনিটে বাড়িতে সবাই কিরণমালা দেখার সময় ওদিকে চুলার আগুন ফুসকে গিয়ে রান্নাঘরে আগুন লাগে। আগুন লাগার সাথেই এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আগুন আরো বিশাল আকার ধারন করে। এলাকার মানুষ জন কিছু ঘরবাড়ি ভাংচুর নিয়ে ব্যস্ত থাকে। পঞ্চগড় ফায়ার সার্ভিস ৪০মিনিট পরে এসে আগুনটিকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু তারা মালামল কিছুই রক্ষা করতে পারেন নি। রাত ৯.৩০মিনিটে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম আগুনে পুড়ে যাওয়া এলাকাটি পরিদর্শন করেন এবং প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে আর্থিক সহযোগীতার আশ্বাস দেন। এদিকে এলাকার চেয়ারম্যান মেম্বার সহ এই বিষয়ে তৎপর হয়ে উঠেন। শনিবার ৫.০০ ঘটিকায় ১৬টি পরিবারের মধ্যে ৩২০কেজি চাল, ১৬টি পরিবারের মধ্যে ৮টি পরিবার বেশী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদেরকে ১বান করে ৯ফুট ঢেউটিন প্রদান করেন। প্রদান করার সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, আটোয়ারী ভাইস চেয়ারম্যান মোঃ শাহ্ জাহান আলী, আটোয়ারী মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি মিরা রানী পদ্মার, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহের, বড়দাপ ইউপি সদস্য মোঃ বাবুল, রাধানগর ইউপি মহিলা সদস্য শ্রী সুনিতা রানী ও মির্জাপুর ইউপি মহিলা সদস্য মোছাঃ হাফিজা বেগম। প্রদান শেষে আরো বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দেন। ২৫ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে