বুধবার, ১৭ মে, ২০১৭, ০৫:২২:৫১

১৬ বছরের নিচে কেউ বাহুবলী টু দেখতে পারবে না!

১৬ বছরের নিচে কেউ বাহুবলী টু দেখতে পারবে না!

বিনোদন ডেস্ক: ৮ থেকে ৮০, ভারতে বাহুবলী টু: দ্য কনক্লুশন দেখার জন্য ছাড়পত্র রয়েছে সবার। তবে সিঙ্গাপুরে এই ছবি দেখার জন্য বয়স অবশ্যই হতে হবে ১৬। বাহুবলী টু: দ্য কনক্লুশন-কে অ্যাডাল্ট ফিল্মের তকমা দিয়েছে সিঙ্গাপুর সেন্সর বোর্ড।

তাই ১৬ বছরের নিচে কেউই সিঙ্গাপুরে এই সিনেমা দেখতে পারবে না। অতিরিক্ত হিংসা, এই কারণেই নাকি বাহুবলী টু-কে খারাপ ছবির তকমা দেওয়া হয়েছে। সিঙ্গাপুর সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনও অবাক।

বাহুবলী টু: দ্য কনক্লুশন-কে আমরা 'ইউএ' সার্টিফিকেট দিয়েছি। কোনও দৃশ্যই বাদ দেওয়া হয়নি। সিঙ্গাপুরের বোর্ড বাহুবলী টু-কে অতিরিক্ত হিংসা মূলক ছবির ক্যাটাগরিতে ফেলেছে।

বিশেষ করে যুদ্ধের দৃশ্যকে ওরা হিংসাত্মক মনে করেছে। তবে আমরা এই ছবিকে এ সার্টিফিকেটই দিয়েছি, মন্তব্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের প্রধান পহেলাজ নিহালনির।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে