বিনোদন ডেস্ক: সঙ্গীত, শিল্পচর্চা ও নারী উন্নয়নের অনুপ্রেরণা হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা।
আগামী ২৫ মে জমকালো আয়োজনের মাধ্যমে ‘ইন্সপায়ারিং ওমেন ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইন দ্য গ্গ্নোবাল ইকোসিস্টেটেম’ অনুষ্ঠানে শিল্পীর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
বাংলাদেশ, এশিয়া মহাদেশ ও বিশ্বব্যাপী নারী উন্নয়নের প্রেরণা হিসেবে এ সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি এ শিল্পী। সম্মাননা গ্রহণের পাশাপাশি এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন তিনি।
এ বিশেষ সম্মাননার খবর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘একজন নারী হিসেবে এ সম্মাননা আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করে। আজীবন শিল্পচর্চার মাধ্যমে সৃজনশীল নারী হিসেবে দৃষ্টান্তকারী ভূমিকার জন্য এ সম্মাননা।’
এমটিনিউজ২৪ডটকম/এম.জে