বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭, ০৩:২৬:০৫

মাহি অনেক সুইট একটা মেয়ে: অপু বিশ্বাস

মাহি অনেক সুইট একটা মেয়ে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: ‘মাহি অনেক সুইট একটা মেয়ে। তার ভিতর অনেক সম্ভাবনা আছে। বিয়ে করেছে তাতে কী! মন দিয়ে সে কাজ করলে ফিল্ম ক্যারিয়ারে অনেক দূর যেতে পারবে।’

প্রায় ১১ মাস আড়ালে থাকার পর অপু বিশ্বাসের যখন খোঁজ পাওয়া গিয়েছিল চলতি বছর, তখন চলচ্চিত্রের হালহকিকত নিয়ে কথা বলতে গিয়ে মাহিকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন শাকিব পত্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

চলচ্চিত্রের একজন শীর্ষ নায়িকার মুখে এমন প্রশংসা শুনে নিশ্চয়ই খুশি হয়েছিলেন মাহি! এরপর গেল ১০ এপ্রিল অপু বিশ্বাস যখন তার সন্তান আবরাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন, তখন ফুটফুটে জয়কে দেখে মুগ্ধ হয়েছিলেন মাহি। ১১ এপ্রিল মাহি তার ফেসবুকে জয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তার মনের চাওয়া প্রকাশ করেছিলেন।

তিনি লিখেছিলেন, ‘আমি প্রতিদিন আল্লাহকে বলবো,  তুমি ঠিক ওর (জয়) মতোই আমাকে একটা বেবি (বাচ্চা) দিও। অত মায়া, অত নিষ্পাপ চোখের একটা জয় দিও, ইনশাল্লাহ।’
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে