বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭, ০৪:১৩:০৬

আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর, নেপথ্যে রাজ-মিমি!

আত্মহত্যার চেষ্টা শুভশ্রীর, নেপথ্যে রাজ-মিমি!

বিনোদন ডেস্ক : টলিউড এখন সরগরম৷ না কোনও নতুন ছবির রিলিজ নয়, বরং বাস্তবে সিনেমার টাইপের গল্প নিয়েই গোটা টলিউডে জোর গুঞ্জন৷ ত্রিভুজ সম্পর্ক! আর এই গুঞ্জনের নায়ক-নায়িাকার হলেন পরিচালক রাজ চক্রবর্তী, নায়িকা মিমি ও শুভশ্রী!

একেবারে সিনেমা থেকে ধার নিয়ে বাস্তবের ত্রিকোণ প্রেমের গল্প৷ ভাবছেন মিমি-রাজ-শুভশ্রী-র এই গল্প তো পুরানো, এতে আবার নতুন কী? এখানেই কাহিনিতে ট্যুইস্ট৷ রাজকে নিজের জীবনে পাওয়ার জন্য একেবারেই জোর ফাইট৷ আর শুধুই কী ফাইট? দুই নায়িকারই প্রেমের দুঃখে আত্মহত্যার চেষ্টা!

কলকাতার একটি বাংলা পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, শুভশ্রীর সঙ্গে প্রায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল রাজের৷ আগামী জুন মাসেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল রাজ ও শুভশ্রীর৷ কিন্তু কিছু মাস ধরেই রাজের জীবনে মিমির ফিরে আসার গল্প কানে যায় শুভশ্রীর৷ এমনকী, এই নিয়ে রাজকে সোজা সাপটা মিমির সম্পর্কে জিজ্ঞাসও করেন শুভশ্রী৷ চাপও সৃষ্টি করেন রাজের ওপর৷

এই খবর পেয়ে হতাশ হয়ে মিমি নাকি ঘুমের ওষুধ খেয়ে নেন৷ খবর অনুযায়ী, রাজ নাকি মিমিকে নার্সিং হোমেও নিয়ে যায় চিকিৎসার জন্য৷ শুভশ্রী এখবর জানতে পারেন৷ শুরু হয় নতুন অশান্তি৷ এই অশান্তির চোটে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যাও করতে চান শুভশ্রী! তবে এই বচসা, এই গুঞ্জন নিয়ে আপাতত মুখ খুলতে চাননি রাজ, মিমি ও শুভশ্রী৷
১৮ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে