শুক্রবার, ১৯ মে, ২০১৭, ০৯:৫৩:১৮

বাংলাদেশের সিনেমা ভারতের কাকপক্ষিও দেখেনা: জয়া আহসান

বাংলাদেশের সিনেমা ভারতের কাকপক্ষিও দেখেনা: জয়া আহসান

বিনোদন ডেস্ক: ভারতের কলকাতার অনেক সিনেমা বাংলাদেশে চললেও বাংলাদেশের ভালো সিনেমা ওখানে ঠিকভাবে দেখানো হচ্ছে না বলে একটি জাতীয় দৈনিক পত্রিকাকে জানালেন অভিনেত্রী জয়া আহসান।

যৌথ প্রযোজনা নিয়ে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বললেন, 'দুই দেশ মিলে যদি যৌথ প্রযোজনা করা যায় তাহলে খুব ভালো।  তবে এ ক্ষেত্রে কিছুটা জটিলতাও আছে।  আমরা যেহেতু একটা দেশ আর কলকাতা ভারতের একটা রিজিয়ন।  তাই অনেক ফাঁকফোকর থেকে যায়। 

কিছু ক্ষেত্রে দেখা যায়, কলকাতার অনেক সিনেমা বাংলাদেশে চললেও আমাদের ভালো সিনেমা ওখানে ঠিকভাবে দেখানো হচ্ছে না।  এটা খুবই দুঃখজনক।  এটা কখনোই কাম্য নয়।  সামঞ্জস্য থাকা প্রয়োজন।  আমাদের এখান থেকে যেসব সিনেমা ভারতের যাচ্ছে, সেগুলো কাকপক্ষীও দেখছে না।  প্রযোজক পর্যায় থেকেও কোনো উদ্যোগ চোখে পড়ে না। '

জয়ার প্রযোজিত 'দেবী' সম্পর্কে বলেন, ''আমাদের টার্গেট ছিল ৩৫ দিনে সিনেমার শুটিং শেষ করা।  ১০ দিন বাকি থাকতেই কাজ শেষ করে ফেলেছি।  প্রতিটা ডিপার্টমেন্ট এত ভালো কাজ করেছে যে বলার অপেক্ষা রাখে না। 

'মিসির আলী' চরিত্রে চঞ্চলের কাছ থেকে খুব সমর্থন পেয়েছি।  বিজ্ঞাপনের কিছু লোক নিয়ে কাজ করেছি।  সবচেয়ে বড় সাপোর্ট সরকার থেকে পেয়েছি।  যদিও আমি অংশীদার প্রযোজক, তারপরও সবচেয়ে বড় সহযোগিতা সরকারের। ''

তিনি আরো জানান, ‌'দেবী'র শুটিং-পরবর্তী অনেক কাজ এখনো বাকি।  মুক্তিতে খুব একটা তাড়াহুড়োও করছেন না। সম্প্রতি কলকাতায় জয়া অভিনীত 'বিসর্জন' সাফল্যের মুখ দেখেছে।  'বৃষ্টি তোমাকে দিলাম' শিরোনামের নতুন একটি সিনেমায় কাজ করবেন বলে জানালেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে