শুক্রবার, ১৯ মে, ২০১৭, ১২:৩১:৫২

ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগে আক্রান্ত সালমান খান

 ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগে আক্রান্ত সালমান খান

বিনোদন ডেস্ক: সব প্রযোজক কাজ করতে চান তাঁর সঙ্গে। নতুন সিগনেচার স্টাইলের ডান্স দেখানোয় বিখ্যাত তিনি। ঘণ্টার পর ঘণ্টা টিকিটের লাইন পড়ে তাঁর সিনেমা দেখার জন্য। দর্শকদের হতাশ করেন না সালমান খানও। একের পর এক হিট ছবি উপহার দিয়ে থাকেন। কিন্তু, ছবির পর্দার সাহসী বজরঙ্গি ভাইজান রিয়েল লাইফে সম্পূর্ণ সুস্থ নন। সম্প্রতি নিজেই একথা জানিয়েছেন তিনি। ভুগছেন ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের এক ধরনের ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডারে।

টিউবলাইট ছবির গান লঞ্চ করতে দুবাই গিয়েছেন সালমান। সেখানে নিজের শারীরিক অসুস্থতার তথ্য সামনে এনেছেন তিনি। ঠিক কী রকম সেই অসুখ? জানিয়েছেন, ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগে মুখে মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়। যন্ত্রণা এতটাই বেশি হয় যে, কেউ কেউ নাকি আত্মহত্যার চেষ্টাও করেন। তবে চিকিৎসা করাচ্ছেন তিনি।  

কিন্তু, রোগের জন্য কাজকে কোনও সময় অবহেলা করেননি, জানিয়েছেন সলমান। তাঁর কথায়, আমি কতটা যন্ত্রণা পাচ্ছি, আমার লিগামেন্ট ছিঁড়ে যাক বা খুব কষ্ট পাই তাতে দর্শকদের কিছু যায় আসে না। তারা সেরাটা প্রতি মুহূর্তে দাবি করে। তবে আপাতত সমস্যা কাটিয়ে নতুন উদ্যমে পেশায় ফিরেছেন সালমান। টাইগার জিন্দা হ্যায় ছবির শুটিং নিয়ে তিনি এখন ব্যস্ত।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে