শুক্রবার, ১৯ মে, ২০১৭, ০৩:২৩:৪৯

সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই: শাকিব খান

 সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই: শাকিব খান

মেহেদী মাসুদ: শাকিব খান। দেশের জনপ্রিয় শীর্ষ চিত্রনায়ক। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ছবির নাম ‘আরও ভালোবাসব তোমায়’। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা থেকে ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, তৃতীয়বারের মতো এই পুরস্কার পেয়েছেন তিনি। আজ শুক্রবার দুপুরে কথা হলো তার সঙ্গে।

রাস্তায় মনে হচ্ছে। কোথাও যাচ্ছেন?

হ্যাঁ, পুবাইল যাচ্ছি।

ওখানে কী করবেন?

‘রংবাজ’ ছবির শুটিং করব। নানা ঝামেলার কারণে শুটিং কিছুদিন বন্ধ ছিল। আজ (শুক্রবার) আবার শুরু হচ্ছে।

ছবির কাজের কী অবস্থা?

চলচ্চিত্র পরিচালক সমিতির সিদ্ধান্তের কারণে এখন তো আর শামিম আহমেদ রনি ছবিটি পরিচালনা করতে পারবেন না। প্রযোজক নতুন পরিচালক নিয়েছেন। রনি কিন্তু ছবির বেশির ভাগ কাজই শেষ করেছেন। অল্প কিছু কাজ বাকি আছে। ‘রংবাজ’ ছবির শুরু থেকে অনেক ঘটনা ঘটছে। তারপরও আশা করছি, ঈদে দর্শক ছবিটি দেখতে পাবেন।

ওখানে ক’দিন থাকবেন?

আশা তো করছি, তিন দিনেই শেষ করতে পারব।

আপনাকে শুভেচ্ছা। এবার আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

ধন্যবাদ। তৃতীয়বারের মতো আমি এই পুরস্কার পেয়েছি। এর আগে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যা না’ আর ‘খোদার পরে মা’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছিলাম। তবে এবারের পুরস্কার আমার জন্য অনেক আনন্দ বয়ে এনেছে। গত কয়েকদিন নানা ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। মানসিক ভাবেও বিপর্যস্ত ছিলাম। তার মাঝে যখন এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারলাম, মনে হলো গত কয়েকদিনে যা ঘটেছে, সব কিছু তুচ্ছ। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। এখন আমাকে আরও অনেক কাজ করতে হবে, অনেক ভালো কাজ দর্শকদের উপহার দিতে হবে।

পুরস্কারের কথা কখন জানতে পেরেছেন?

গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ​ পরিচিত একজনের কাছ থেকে এসএমএস পেলাম। তিনি আমাকে শুভেচ্ছা জানালেন। আমি পাল্টা এসএমএস দিয়ে জানতে চেয়েছি, কেন? তিনি আমাকে সব জানালেন। কয়েকটা অনলাইন পোর্টালের লিংক দিলেন।  তখন আমি বাসায় রাতের খাবার খাচ্ছি। দেখি টিভি চ্যানেলে স্ক্রল দিচ্ছে। দারুণ খুশি হয়েছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো তিনবার পেয়েছেন। এরপর?

আমি সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে চাই। সেভাবেই আগামী দিনগুলোতে কাজ করব।
শাকিব খান

আপনার স্ত্রী অপু বিশ্বাস শুভেচ্ছা জানিয়েছেন?

ওর সঙ্গে তো কথা হয়।

এর মধ্যে স্ত্রী আর ছেলের সঙ্গে দেখা হয়েছে?

হ্যাঁ, শবেবরাতের রাতে আমরা অনেকটা সময় একসঙ্গে ছিলাম।

ওই দিন আপনি তো হাসপাতালে ছিলেন।

হ্যাঁ, সন্ধ্যার পর আর হাসপাতালে মন টিকছিল না। ডাক্তারকে বললাম, আমি যাই, অসুস্থ হলে আবার আসব। সবাই হালুয়া–রুটি খাচ্ছে, নামাজ পড়ছে; আর আমি হাসপাতালের বিছানায় শুয়ে থাকব?

এরপর?

হাসপাতাল থেকে সোজা ছেলের কাছে চলে যাই। ওদের সঙ্গে অনেকটা সময় কাটাই। এরপর রাতে নামাজ আদায়ের জন্য চলে আসি।

গত কয়েকদিন আপনার ফোনটা বন্ধ পেয়েছি।

কলকাতায় ছিলাম। ওখানে শুটিং ছিল। শ্রী ভেঙ্কটেশের দুটি ছবিতে কাজ করছি, নুসরাত ফারিয়া আর সায়ন্তিকার সঙ্গে। গতকাল বৃহস্পতিবার ফিরেছি।

ওই দুটি ছবির নাম কী?

ওদের একটা মজার ব্যাপার আছে। ওরা কিন্তু ছবির নাম আগে চূড়ান্ত করে না। প্রোডাকশনের একটা নম্বর থাকে। মানে ছবির একটা আইডেন্টিটি নম্বর। ওই নম্বর দিয়েই ছবিটিকে চেনা যায়। মুক্তির আগে ছবির জন্য একটা সুন্দর আর আকর্ষণীয় নাম চূড়ান্ত করে।

এর মধ্যে ভারতের আর কোনো ছবিতে কাজ করতে যাবেন?

অশোক ধানোকার একটি ছবির কাজ করব। ২০ জুন থেকে ছবিটির শুটিং করব লন্ডনে।
‘আরও ভালোবাসব তোমায়’ ছবিতে শাকিব খান ও পরীমনি

অনেক ঝামেলার পর আপনি আবার কাজে মন দিতে পেরেছেন। দেখে ভালো লাগছে।

কয়েক বছর আগে, নায়করাজ রাজ্জাকের সঙ্গে তখন ‘পিতার আসন’ ছবির শুটিং করছিলাম। নানা কারণে আমার মন বিক্ষিপ্ত ছিল। শুটিংয়ের ফাঁকে তিনি আমাকে কিছু কথা বললেন। কথাগুলো কখনো ভুলব না। এর মধ্যে একটা কথা বলছি। তিনি বললেন, ‘যতদিন তোমাকে নিয়ে আলোচনা হবে, তোমার বিরুদ্ধে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে, পত্রিকাগুলো নানা কথা লিখবে; বুঝবে তুমি ফিল্ডে ভালো ভাবে আছো। আর যখন এসব হবে না, তোমাকে নিয়ে কেউ মাথা ঘামাবে না—বুঝবে তুমি আর নাই, তুমি শেষ।’

সত্যি কথা!

হ্যাঁ, আমিও তা–ই মনে করি। আর পাত্তা দিব না। যত দিন আছি, শুধু কাজ করে যাব। দর্শক আর ভক্তদের ভালোবাসা আমার বড় প্রেরণা ও শক্তি। আমি বিশ্বাস করি, আল্লাহ আমার সহায় আছেন।

ধন্যবাদ।

আমা​র দর্শক আর ভক্তদেরকেও ধন্যবাদ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে হাজার হাজার শুভেচ্ছা বার্তা পাচ্ছি। এর সঠিক সংখ্যা বলতে পারব না। সবাই​ ভালো থাকবেন। আমার পাশে থাকবেন।-চ্যানেল আই
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে