বিনোদন ডেস্ক: এই নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে, এর এক ঘণ্টা পর তিনি আরেকটি স্ট্যাটাস দেন। তাতে লিখেছেন, ‘৬ বছরের ক্যারিয়ারে এত অবাক কখনো হই নাই। আজ জাতীয় চলচিত্র পুরস্কারে জালালের গল্পর মেকআপের পুরস্কার দেখে যা হইছি। জালালের গল্পে তৌকীর ভাইয়ের গোঁফ ছাড়া মেকআপের কিছু ছিল না! কেউ কোনো মেকআপই ব্যাবহার করে নাই। জুরি কী দেখে এটা দিল?’
মৌসুমী হামিদের এই অভিযোগের পর ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের কয়েকজন সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এখনই কিছু বলতে রাজি হননি। আর প্রতিবেদনে তাদের নাম ব্যবহার না করার জন্যও অনুরোধ করেছেন।
২০ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর