বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খান যে ওপার বাংলায় দারুণ জনপ্রিয় হয়ে উঠছেন সেটা বিভিন্ন সময় প্রমাণ পাওয়া গিয়েছে। বিশেষ করে শিকারী ছবি দিয়ে ওপারেও ঝর তোলে বাংলার কিং খান। এবার ওপার বাংলায় শপিং মলে শাকিব, আর ভক্তদের আবদারে নাজেহাল হন তিনি।
শিকারীর পর আরো একটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন শাকিব। তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন শুভশ্রী গাঙ্গুলি। তাই এখন এপার ওপরা বাংলা করেই দিন কাটছে শাকিবের। সম্প্রতি শাকিব গিয়েছিলেন কলকাতায়।
সেখানে একটি শপিং মলে ঘুরতে গেলে শাকিব ভক্তদের খপ্পরে পড়েন। বাংলাদেশের এই নায়ককে চিনে ফেলে স্থানীয়রা । তখন তারা শাকিবের দিকে এগিয়ে যান। সেলফি তোলার আবদার করেন।
শাকিবও বিনয়ের সঙ্গে ভক্তদের আবদার মেটান। এরকমই কয়েকটা ছবি শেয়ার দিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনি। তিনি লেখেন, শাকিবের এই জনপ্রিয়তায় আমাদের গর্ব হয়।
২০ মে ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর