শনিবার, ২০ মে, ২০১৭, ০২:২০:৩২

বাহুবলী ফিমেল ভার্সন!

বাহুবলী ফিমেল ভার্সন!

বিনোদন ডেস্ক: হিন্দি, তামিল, তেলেগু তিন ভাষাতেই আসছে দক্ষিণী ছবি 'সঙ্ঘমিত্রা'। এ ছবির পোস্টার দেখে অনেকেই বলছেন এটি 'বাহুবলী ফিমেল ভার্সন'।

মূলত 'সঙ্ঘমিত্রা' একটি ভারতীয় মহাকাব্য যা ঐতিহাসিক পটচিত্রের ওপরই লেখা হয়েছে। আর সেই মহাকাব্যকে সিনে পর্দায় ফুটিয়ে তুলেছেন লেখক নিজেই।

সুন্দর সি নিজের মহকাব্যকেই রূপ দিয়েছেন সিনেমাতে। এ ছবির পরিচালকও তিনিই। মুখ্য ভূমিকায় রয়েছেন কিংবদন্তী অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান।
 
আট দশকের এক সাম্রাজ্য নিয়েই এর গল্প। সাম্রাজ্য বাঁচাতে সম্রাজ্ঞীর প্রাণপণ লড়াইয়ের ছবিই চিত্রায়িত হয়েছে 'সঙ্ঘমিত্রা'য়। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অস্কার জয়ী কিংবদন্তী এ আর রহমান। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সভু সিরিল।
 
কাজটির জন্য এরই মধ্যে প্রশিক্ষিত হয়েছেন ৩১ বছর বয়সী অভিনেত্রী শ্রুতি হাসান। 'সঙ্ঘমিত্রা'র জন্য অস্ত্র শিক্ষার প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে