শনিবার, ২০ মে, ২০১৭, ০৪:০১:৩৬

‘কী যেন ফেলে গেছিলাম এই শহরে’

 ‘কী যেন ফেলে গেছিলাম এই শহরে’

বিনোদন ডেস্ক: নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে হুমায়ূন মেলা। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অংশগ্রহণ করতে সম্প্রতি সেখানে গিয়েছেন নন্দিত কথাশিল্পী প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। সঙ্গে আছেন দুই ছেলে নিষাদ ও নিনিত। হুমায়ূন আহমেদ অসুস্থ হয়ে এই নিউইয়র্কের একটি হাসপাতালে কাটিয়েছেন কিছু সময়। শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন এই হোসপাতালে। এ শহরে এসে তাই স্মৃতিকাতর হয়ে গেলেন শাওন। সেই স্মৃতিকাতরতার কথা  শুক্রবার দিবাগত রাতে পোস্ট দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন—

‘কী যেন ফেলে গেছিলাম এই শহরে… হৃদয়ের সেই হারিয়ে যাওয়া টুকরো টুকরো অংশগুলো খুঁজে নিতে পুত্রদের নিয়ে আমি এখানে… কিছুটা পেয়ে গেলাম ‘হুমায়ূন মেলা’য়… প্রথমবারের আয়োজন হলেও হুমায়ূনভক্তদের সতস্ফূর্ত পদচারনায় আর ভালোবাসায় সিক্ত হলো নিউইয়র্কের ‘হুমায়ূন মেলা’…
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে