বিনোদন ডেস্ক: ‘প্রেমের তাজমহল’ সিনেমা খ্যাত নির্মাতা গাজী মাহবুব। তিনি এবার নির্মাণ করছেন ‘ভালোবাসা ২৪×৭’ শিরোনামের চলচ্চিত্র। এ সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়ক জায়েদ খান। এতে এ অভিনেতার বিপরীতে অভিনয় করবেন নবাগত সানাই। এ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখছেন সানাই।
সন্ধ্যা ৬টায় মান্না ডিজিটাল মিলনায়তনে চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়।
গাজী মাহবুব বলেন, ‘ভালোবাসা ২৪×৭’ সিনেমাটি একটি রোমান্টিক গল্পের উপর নির্মাণ করা হচ্ছে। আমার নির্মিত অন্য সিনেমার মতো এ সিনেমাটিও দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।
বি-বাড়িয়া ফিল্মস প্রযোজিত এ সিনেমায় জায়েদ খান-সানাই ছাড়াও আরো অভিনয় করবেন-সোহেল রানা, আনোয়ারা, রেসি, ইলিয়াস কোবরা, ডিজে সোহেলসহ অনেকে। এতে মোট পাঁচটি গান থাকছে বলে এর নির্মাতা সূত্রে জানা যায়।
জায়েদ খান বলেন, ‘ভালো লাগছে এই ভেবে যে, এই চলচ্চিত্রের সকল কলাকুশলী বাংলাদেশের। এমন একটি চলচ্চিত্রে আমাকে নায়ক হিসেবে নির্বাচিত করার জন্য পরিচালককে ধন্যবাদ। আশা করছি অনেক ভালো একটা চলচ্চিত্র হবে।’
সানাই বলেন, ‘চলচ্চিত্রে নায়িকা হওয়ার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্নপূরণ হচ্ছে গুণী পরিচালক গাজী মাহবুব-এর হাত ধরে। আমি সত্যিই মুগ্ধ। তবে এটা সত্যি যে নিজের ভেতর অনেক চাপ অনুভব করছি। কারণ চলচ্চিত্রে অভিনয় খুব সহজ কোনো কথা নয়, অনেক কঠিন কাজ। আমার বিশ্বাস আমি আমার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারব।’
এর আগে বিভিন্ন চ্যানেলে বেশকিছু অনুষ্ঠানের সানাই উপস্থাপনা করলেও এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সানাই। ‘ভালোবাসা ২৪×৭’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, গাজী মাজহারুল ইসলাম।
২০ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস