রবিবার, ২১ মে, ২০১৭, ১১:২৭:৪৭

আমির না থাকলে 'শচীন'ই হতো না!

আমির না থাকলে 'শচীন'ই হতো না!

বিনোদন ডেস্ক: শিরোনাম পড়ে চমকে উঠলেন! ভাবছেন, সত্যি কি তাহলে শচীন টেন্ডুলকারের ব্যাটিং কিংবদন্তির হওয়ার পেছনে আমির খানের হাত রয়েছে। তেমনটা না হলেও পর্দায় 'শচীন'কে ফুটিয়ে তোলার পেছনে যথেষ্ট ভূমিকা রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের।

আগামী ২৬ মে মুক্তি পাচ্ছে টেন্ডুলকারের বহু প্রতীক্ষিত বায়োপিক ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’। আর তাই নিজের বায়োপিক মুক্তির প্রাক্কালেই আমিরের কৃতিত্বের কথা স্বীকার করে নিলেন শচীন। প্রকাশ্যে জানালেন, আমির না থাকলে হয়তো তাঁর বায়োপিক তৈরি করাই সম্ভব হত না।

মাস্টার ব্লাস্টার জানালেন, আমিরের মূল্যবান পরামর্শ মেনেই সিনেমা তৈরি করা হয়েছে। এছাড়াও প্রোডাকশনের বহু ক্ষেত্রে বলিউডের মিস্টার পারফেকশনিস্টের টিপস নেওয়া হয়েছে। এর জন্যই সচিন স্পেশ্যাল স্ক্রিনিংয়ে আমিরকে আমন্ত্রণ জানাবেন বলেও জানা গেছে।

এদিকে, ভারতীয় একটি গণমাধ্যমে শচীন বলেছেন, ‘আমির বিভিন্ন সময়ে আমাদের ইনপুট দিয়ে সাহায্য করেছে। আমির আমার খুব ভাল বন্ধু।  ওঁর সিনেমা মুক্তি পাওয়ার আগে প্রতিবারই আমি আগেভাগে দেখে ফেলি। আমার ছবির ক্ষেত্রেও সেটাই ঘটবে। ’

সচিনের এই বায়োপিককে ইতিমধ্যেই ছত্রিশগড় ও কেরলা সরকার কর ছাড় দিয়েছে। তামিল, তেলুগু, হিন্দি, ইংরেজি এবং মরাঠি- মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে