রবিবার, ২১ মে, ২০১৭, ০১:১৪:২৯

‘স্যরি, আমাদের শিক্ষা প্রয়োজন;: রাজ্জাককে কটুক্তি প্রসঙ্গে সানী

‘স্যরি, আমাদের শিক্ষা প্রয়োজন;: রাজ্জাককে কটুক্তি প্রসঙ্গে সানী

বিনোদন ডেস্ক: গতকাল শনিবার পরিচালক বদিউল আলম খোকন নায়করাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ পরিচালক সমিতির কার্যালয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। আর তাতে শোবিজ অঙ্গনে ক্ষোভ, সমালোচনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ।
 
উল্লেখ্য, শনিবার দুপুর ১টায় বদিউল আলম খোকনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন পরিচালক গাজী মাহবুব। অভিনেতা বাপ্পারাজকে সতর্কমূলক চিঠি দেওয়ার ব্যাপারে বেশ কয়েকজন পরিচালকের মধ্যে কথা হচ্ছিল। কথোপকথনের একপর্যায়ে হটাত্ করে  নায়ক রাজ্জাককে নিয়ে কথা তোলেন পরিচালক বদিউল আলম খোকন।
 
তিনি মন্তব্য করেন, নায়করাজ রাজ্জাক বাংলা চলচ্চিত্রের জন্য কিছুই করতে পারেননি। তার এই মন্তব্য শুনে ক্ষেপে যান পরিচালক গাজী মাহবুব। এরপর তারা জড়িয়ে পড়েন তর্কযুদ্ধে। একপর্যায়ে খোকনের লোকজন গাজী মাহবুবকে ধাওয়া করে এফডিসি থেকে বের করে দেন।
 
তবে এমন কটুক্তিপূর্ণ মন্তব্য মেনে নিতে পারছেন না নায়ক ওমর সানী। বেশ ক্ষোভের সঙ্গে সানী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘নায়ক রাজ রাজ্জাকের অবদান যদি আমাদের চলচ্চিত্রে না থাকে, তাহলে এই চলচ্চিত্রে আমি মৌসুমী ও অন্যরা'কে। স্যরি, আমাদের শিক্ষার প্রয়োজন আছে।’
 
এদিকে এ বিষয়ে নায়ক রাজের ছেলে অভিনেতা বাপ্পারাজও এমন মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে