রবিবার, ২১ মে, ২০১৭, ০৩:৪৯:২৬

'নায়করাজকে নিয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ এদেশ ক্ষমা করবে না'

'নায়করাজকে নিয়ে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ এদেশ ক্ষমা করবে না'

বিনোদন ডেস্ক: ‘কিছু বললেই নিষিদ্ধ, কিংবা পাল্টা কটুক্তি! এ রকম আচরণ তো কোনো সময়েই ছিল না। তারা তো কেউ ডিকটেটর নন! তারা আমাদের সহকর্মী, অথচ এফডিসির সাংগঠনিক পরিবেশ দিনকে দিন এই অবস্থায় দেখে খুব আহত হচ্ছি প্রতিদিন।’—চলচ্চিত্র শিল্পের বর্তমান প্রেক্ষাপট প্রসঙ্গে জানতে চাইলে এভাবেই ব্যাখ্যা দিলেন চিত্রনায়ক শাকিব খান।

এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির আনন্দে যখন সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন তখন সকলকেই চিত্রনায়ক তার এই আশঙ্কার কথা বলছেন। শাকিব বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে আমরা কি এজন্য সংগঠন করবো, যে সংগঠন আমার সিনিয়র, আমাদের নায়করাজকে অসম্মান করার ধৃষ্টতা দেখাবে। আমি সত্যিই হতবাক ক্রমাগতভাবে এফডিসির এই চেহারা-চরিত্র দেখে। নায়করাজকে নিয়ে এমন  ঔদ্ধত্যপূর্ণ আচরণ এদেশ মেনে নেবে না।’

উল্লেখ্য, শাকিব খানের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও তার নতুন ছবি রংবাজ-এর নির্মাতার ওপর নিষেধাজ্ঞার বিষয়েও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি পরিচালক সমিতি।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে