রবিবার, ২১ মে, ২০১৭, ০৫:৫৮:৪৮

জামিন পেলেন শিল্পা ও তার স্বামী

 জামিন পেলেন শিল্পা ও তার স্বামী

বিনোদন ডেস্ক: ২৪ লাখ রুপি প্রতারণার মামলায় জামিন পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। আজ রোববার সকালে ভারতের থানের একটি আদালত তাদের জামিন মঞ্জুর করেন। শিল্পা ও তার স্বামী ছাড়া এ মামলায় জড়িত আরো তিনজন জামিন পান বলে জানা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবর সূত্রে।

গেল মাসের শেষদিকে তাদের বিরুদ্ধে ভারতের মুম্বই পুলিশের কাছে ২৪ লাখ টাকা প্রতারণার অভিযোগ করেছিলেন রবি ভালোতিয়া নামের এক কাপড়ের ব্যবসায়ী। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ শিল্পা ও তার স্বামীর কাছে নোটিশ পাঠায়। থানের ভিওয়ান্ডি পুলিশ স্টেশনে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার নামে ভারতীয় দ-বিধির ৪০৬ এবং ৪২০ ধারায় এফআইআর দায়ের করা হয়।

সেই এফআইআরে উল্লেখ করা হয় তারা বিগ ডিল নামের একটি সংস্থার মাধ্যমে মালোতিয়া টেক্সটাইলের তৈরি করা বেডশিট বিক্রি করেন। আর তাতে ব্যবসায়ী রবি ভালোতিয়ার সঙ্গে ২৪ লাখ রুপি প্রতারণা করেন শিল্পা ও তার স্বামী। তাদের সঙ্গে জড়িত আছেন আরো তিনজন।

টিভি বিজ্ঞাপনের মাধ্যমে বেডশিট বিক্রি ভালো হলেও সেই বিক্রির টাকা পৌঁছায় না মালোতিয়া টেক্সটাইলের কাছে। এ কারণেই এফআইআর দায়ের করা হয়। প্রসঙ্গত, বিগ ডিলের ডিরেক্টর শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে