রবিবার, ২১ মে, ২০১৭, ০৬:১১:৫৪

এই ছবিটা সিনেমার একটা দৃশ্য, বাস্তব কবে হবে?

এই ছবিটা সিনেমার একটা দৃশ্য, বাস্তব কবে হবে?

বিনোদন ডেস্ক : এবার কী হবে দেবের মহিলা ফ্যানেদের? তারা কী মেনে নেবে, দেবের এই বিয়ে? শেষমেশ কাউকে কিছু না জানিয়ে গোপনে বিয়েটা সেরেই ফেলবেন দেব!

দুঃখ পাওয়ার আগে, গোটা বিষয়টা পড়ে নিন৷ যেছবিটা দেখছেন সেটা আসল বিয়ে নয়, বরং দেবকে সিনেমার জন্য আগে যতবার বিয়ে করতে হয়েছে, এবারটিও সেই ঘটনারই পুনরাবৃত্তি৷

ঈদে মুক্তি পাবে দেবের ছবি চ্যাম্প৷ আজ রোববার নতুন ছবির ট্রলারও মুক্তি পেয়েছে। এই ছবি থেকেই সবার চেনা খোকাবাবু আর শুধু নায়ক নয়, বরং হতে চলেছেন ছবির প্রযোজকও৷ এই ছবিতে বক্সারের চরিত্রে দেখা যাবে দেবকে৷ সাধারণ একটি ছেলের স্বপ্নপুরণ করতে কতটা সংগ্রাম করতে হয় সেটা তুলে ধরেছেন পরিচালক রাজ চক্রবর্তি।

আর এই ছবিতেই প্রথম বড় পর্দায় পা রাখছেন মডেল রুক্মিণী, বা বলা ভালো দেবের বান্ধবী৷ এই রুক্মিণীকে নিয়েই টলিউড গসিপে দেবের প্রেমের কাব্য রোজ রোজ ছড়াচ্ছে! এই ছবিতে বক্সার দেবের স্ত্রীয়ের চরিত্রে দেখা যাবে রুক্মিণী৷ আর এই ছবিটা শ্যুটিংয়েরই একটা দৃশ্য! তবে ছবিটা সামনে আসতেই টলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে ‘এবার বিয়েটা সেরে ফেলুন।’
২১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে