রবিবার, ২১ মে, ২০১৭, ০৭:৩৪:৫২

ঐশ্বরিয়াকে এই রুপে দেখে কে বলবে, সে এক সন্তানের মা!

ঐশ্বরিয়াকে এই রুপে দেখে কে বলবে, সে এক সন্তানের মা!

বিনোদন ডেস্ক : ঠিক যেন সদ্য ফোটা টুকটুকে লাল এক গোলাপ- কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন-এর চতুর্থ দিনের সাজ দেখে মনে হবে এমনটাই। আর সেই রুপ দেখে কে বলবে, সে এক কণ্যা সন্তানের মা!

এবারের আসরের প্রথম দিনে অ্যাশ যখন হাঁটলেন তার রাজকীয় আকাশী নীল সান্ধ্যপোশাকে, অনেকেই ভেবেছিলেন, এরপর আর কোনোভাবেই ফ্যাশনপ্রেমীদের চমকে দেওয়ার মতো কোনো কিছু করে দেখাতে পারবেন না তিনি। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে কানে নিজের শেষ দিনটিকেও স্মরণীয় করে রাখলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, র‌্যাল্ফ অ্যান্ড রুসো’র নকশায় একটি টুকটুকে লাল রঙের সান্ধ্যপোশাকে।

নীল পোশাকের সঙ্গে অলঙ্কারের বাহুল্য না থাকলেও লাল পোশাকের সঙ্গে কানে পাথরের দুল পরেছিলেন ঐশ্বরিয়া। সেই সঙ্গে ঢেউ খেলানো চুল আর মেরুন লিপস্টিকে পূর্ণতা পায় সাবেক এই বিশ্বসুন্দরীর সাজ। লাল এবং নীল পোশাকের মাঝখানের সময়টাতেও অবশ্য ল’রিয়েল প্যারিসের ফটোশুটে অংশ নেওয়ার জন্য একটি কালো পোশাকে সমুদ্রপাড়ে হেঁটেছেন ঐশ্বরিয়া। এছাড়াও দেবদাস সিনেমার প্রদর্শনীতে তাকে দেখা গেছে ভারতের ঐতিহ্যবাহী জারদৌসী কাজের ভারী নকশার পোশাকে।

এই নিয়ে ১৬ তম বারের মতো কানে হাজির হলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। প্রসাধনী ব্র্যান ল’রিয়েল প্যারিস-এর পণ্যদূত হিসেবে প্রতিবছর কানে আমন্ত্রিত হন তিনি। আবারও কান চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে সঞ্জয় লীলা বানশালির ‘দেবদাস’।  ‘দেবদাস’র জন্য ২০০২ সালে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পান ঐশ্বরিয়া রাই বচ্চন।

এবারের আসরে ঐশ্বরিয়ার সঙ্গে আরও যোগ দিচ্ছেন সংগীত পরিচালক এ. আর. রহমান। তামিল, তেলুগু ও হিন্দি-তিন ভাষায় নির্মিত ‘সঙ্ঘমিত্রা’ ছবির জন্য সম্মানজনক এ আসরে আমন্ত্রিত হয়েছেন তিনি। ঐশ্বরিয়া ছাড়াও এবারের কান উৎসবে বলিউড থেকে থাকবেন দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর।

২১ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে