রবিবার, ২১ মে, ২০১৭, ০৭:৩৫:২৫

যুক্তরাষ্ট্রে বর্তমানে যেমন আছেন বিউটি কুইন শাবানা!

 যুক্তরাষ্ট্রে বর্তমানে যেমন আছেন বিউটি কুইন শাবানা!

বিনোদন ডেস্ক: ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন শাবানা। বিউটি কুইন শাবানা ষাট থেকে নব্বই দশক পর্যন্ত সমান জনপ্রিয়তায় কাজ করেছেন। প্রখ্যাত চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে চিত্রজগতে অভিষেক শাবানার।

চলচ্চিত্রকার এহতেশাম ১৯৬৭ সালে রত্না পাল্টে শাবানা নামে ‘চকোরী’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করালেন তাকে। চলচ্চিত্রটি সুপারহিট হলে শুরু হয় রুপালি পর্দায় নায়িকা শাবানার অপ্রতিরোধ্য যাত্রা।

পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় ও ২৫টি চলচ্চিত্র প্রযোজনা করেন তিনি। ১১ বার জাতীয় চলচ্চিত্রসহ বাচসাস এবং অন্যান্য সংগঠনের অসংখ্য পুরস্কার লাভ করেন। ২০০০ সালে অভিনয় ছেড়ে সপরিবারে স্বেচ্ছায় ঠাঁই নেন আমেরিকায়। শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র হচ্ছে আজিজুর রহমানের ‘ঘরে ঘরে যুদ্ধ’।

দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী শাবানা। দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস করার কোনো ইচ্ছা তার নেই। মাঝেমধ্যে দেশে আসেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে