বিনোদন ডেস্ক: আইসিউতে স্থানান্তরিত করা হল রোজভ্যালি কাণ্ডে ধৃত সাংসদ তাপস পালকে। রবিবার সকালে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত তাঁর কিছু শারীরিক পরীক্ষা করা হয়। এরপরেই তৃণমূল সাংসদকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
রোজভ্যালি কাণ্ডে প্রায় পাঁচ মাস আগে সিবিআই গ্রেফতার করে তৃণমূল সাংসদ তাপস পালকে। তারপর থেকে ভুবনেশ্বরের এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি। রবিবার সকাল থেকেই অভিনেতা এই সাংসদের শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না বলেই খবর। এরই মাঝে আচমকা বুকে ব্যথা শুরু হয় সাংসদের। এরপরেই তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন সেখানকার চিকিৎসকেরা।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস