সোমবার, ২২ মে, ২০১৭, ০৯:৩৮:৩৮

নায়ক-নায়িকার খেয়ালই নেই পরিচালক কখন ‘কাট’ বলেছেন! তারা ব্যাস্ত…

 নায়ক-নায়িকার খেয়ালই নেই পরিচালক কখন ‘কাট’ বলেছেন! তারা ব্যাস্ত…

বিনোদন ডেস্ক:  কখনও কখনও অভিনেতারা তাদের চরিত্র নিয়ে সত্যিই খুব ঘনিষ্ঠ হয়ে পড়েন। পরিচালক যে কখন “কাট” বলেছেন, সেই খেয়াল থাকে না। তারা তাদের কাজ চালিয়ে যান। জানতেই পারেন না শট কখন শেষ হয়ে গেছে। সম্প্রতি একটি শুটে এমনই হয়েছে সোনালি রাওয়াত ও যুবরাজ পরাশরের সঙ্গে।

কপিল কৌস্তভ শর্মার ওয়েব সিরিজ় “Love Life & Screw Ups!!!”-এর জন্য শুট করছিলেন সোনালি রাওয়াত ও যুবরাজ পরাশর। শুটিং শুরুর আগে দু’জনেই চরিত্রটি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন। এক তো প্রথমবার তারা প্রথম এমন লাভমেকিং সিন শুট করছেন। তার উপর আবার সিনটি যথেষ্ট সাহসী। শাওয়ারের তলায় প্রেম। বুক ধুকপুক তো করবেই।

যাই হোক। শুটিং তো শুরু হল। পরিচালক আগেই দু’জনকে বলে দিয়েছিলেন, “অভিনয় করে যাও। যতক্ষণ না আমি কাট বলব, থেমো না।” প্রথমে অস্বস্তি হলেও পেশাদারিত্বের খাতিরে দু’জনই অভিনয় শুরু করেন। শাওয়ারের নিচে ঘনিষ্ঠ হয়ে শট দিতে থাকেন। অভিনয়ে তাঁরা এতটাই ডুবে যান, যে কখন পরিচালক “কাট” বলেছেন, তাঁদের ভ্রুক্ষেপই নেই।

প্রথমে পরিচালক কপিল কিছুটা ঘাবড়ে যান। কিন্তু তিনিও কম পেশাদারি নন। সিনেমাটোগ্রাফারকে আবার ক্যামেরা রোল করতে বলেন। বেশ কিছুক্ষণ চলে ক্যামেরা। তিনিও ফুটেজ তুলে নিতে থাকেন। যখন তাঁর মনে হয় সিনটির জন্য ফুটেজ যথেষ্ট সঞ্চিত হয়েছে, আবার “কাট” বলেন তিনি।

তখন টনক নড়ে সোনালি ও যুবরাজের। বুঝতে পারেন, এতক্ষণ তাঁরা অন ক্যামেরায় কী করছিলেন। লজ্জায় পড়ে যান দু’জনেই। কিন্তু কপিল এগিয়ে আসেন তাঁদের দিকে। বলেন, শট খুব ভালো হয়েছে। হয়তো পেশার খাতিরেই তারপর লজ্জা ঝেড়ে ফেলে প্রশংসাটুকু চেটেপুটে উপভোগ করেন সোনালি ও যুবরাজ।
এমটিনিউজ২৪ডটকম/এম. জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে