বিনোদন ডেস্ক: ঢাকায় এসে বিপাকে পড়েছিলেন ভারতীয় প্রখ্যাত সংগীত শিল্পী শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র। হারিয়ে ফেলেছিলেন পাসপোর্ট ও মূল্যবান কাগজপত্রসহ হ্যান্ডব্যাগ। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে ফিরে পেয়েছেন সবই।
জানা গেছে, ব্যক্তিগত সফরে সম্প্রতি ঢাকায় এসেছেন সৈকত মিত্র। গত শনিবার রাতে গুলশান ২ নম্বরে একটি পার্টি সেন্টারের কাছে ভুলে নিজের হ্যান্ডব্যাগটি সিএনজিচালিত অটোরিকশায় রেখে নেমে যান তিনি। হ্যান্ডব্যাগে তার পাসপোর্টসহ বেশ কিছু মূল্যবান কাগজপত্র ছিল। পরে বিষয়টি ভারতীয় দূতাবাসে অবহিত করেন তিনি।
রাতেই ওই অটোরিকশার নম্বর দিয়ে পাসপোর্ট ও হ্যান্ডব্যাগ উদ্ধারে পুলিশের সহায়তা চায় দূতাবাস। একই সঙ্গে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবদুল আহাদ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অটোরিকশাটি খুঁজে বের করার নির্দেশ দেন। পরে মিরপুর থেকে ব্যাগসহ অটোরিকশাটি গুলশান থানায় নিয়ে আসা হয়।
গুলশান থানায় রাত সোয়া ১২টায় (শনিবার দিনগত) পুলিশের পক্ষ থেকে শিল্পী সৈকত মিত্রের কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়ার নিজের পাসপোর্ট ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগ দ্রুত হাতে পেয়ে স্বস্তি ফিরে পান শিল্পী সৈকত মিত্র। ডিএমপির প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতেও ভুলেননি এ শিল্পী।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি মোহাম্মদ ইউসুফ আলী জানান, নির্দেশনা পাওয়ার পর তৎপর হয় পুলিশ। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান) মো. জুনায়েদ আলম সরকারের আন্তরিক প্রচেষ্টায় অল্প সময়েই অটোরিকশার নম্বরের সূত্র ধরে মিরপুর থেকে আটক করে ট্রাফিক ডিভিশন।
২২ মে ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর