সোমবার, ২২ মে, ২০১৭, ১১:৫৫:১৮

এবার শাবনূরের সদস্য পদ স্থগিত!

এবার শাবনূরের সদস্য পদ স্থগিত!

বিনোদন ডেস্ক: যোগাযোগ না রাখায় ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের সদস্য পদ স্থগিত করেছে বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি। সম্প্রতি সমিতির এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সমিতির সভাপতি এস আই ফারুক বলেন, ‘আমাদের সমিতির সদস্যপদের জন্য শাবনূর লিখিতভাবে অনুরোধ করলে, আমরা তাকে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সহকারী পরিচালক সমিতির সদস্য পদ দেই। কিন্তু পদ পাওয়ার পর তিনি আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা ওনার সদস্য পদ স্থগিত রেখেছি।’

স্থগিতাদেশ উঠবে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘আসলে তিনি চলচ্চিত্রের জন্য অনেক কিছু করেছেন, যে কারণে ওনার প্রতি সম্মান দেখিয়ে আমরা সদস্য পদ বাতিল করিনি। এখন তিনি দেশে ফেরার পর যদি আমাদের কাছে লিখিতভাবে জানান যে তিনি কেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি এবং আমাদের সমিতির মাসিক চাঁদা পরিশোধ করেন, তাহলে আমরা আবার কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে ওনার বিষয়টি বিবেচনা করব।’

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। আগামী জুনে তার দেশে ফেরার কথা রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে