সোমবার, ২২ মে, ২০১৭, ০১:২৫:১০

আলিয়া ভাট নাকি এখনও নাবালিকা!

আলিয়া ভাট নাকি এখনও নাবালিকা!

বিনোদন ডেস্ক: আলিয়া ভাটের বয়স ২৪ বছর। কিন্তু বয়সের তুলনায় ছোট দেখায় বেশ খানিকটা। আর এ কারণেই তাকে লন্ডনের একটি বারে ঢুকতে দিলেন না প্রহরীরা।

সম্প্রতি লন্ডনের একটি বারে গিয়েছিলেন আলিয়া। ভেতরে ঢোকার চেষ্টা করলে আটকে দেওয়া হয় তাঁকে। কারণ, তিনি নাকি নাবালিকা। আইডেন্টিটি কার্ড দেখিয়ে বয়স প্রমাণে চেষ্টা করেন বলিউড অভিনেত্রী। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডরা জানিয়ে দেন, ওই সব চালাকি এখানে চলবে না, এটা জাল আইডি, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, তুমি নাবালিকা।

তবে অল্প বয়সেই পরপর কয়েকটি হিট ছবি দিয়েছেন মহেশ ভাটের মেয়ে। তাঁর আগামী ছবি রণবীর কাপুরেরর বিপরীতে অয়ন মুখোপাধ্যায়ের ড্রাগন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে