সোমবার, ২২ মে, ২০১৭, ০৩:৩৪:২৯

'তুই শুধু আমার'

 'তুই শুধু আমার'

বিনোদন ডেস্ক: সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। হাফ ডজন ছবির কাজে ব্যস্ত এ নায়িকা। এবার নতুন আরো একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। নাম 'তুই শুধু আমার'।

জুন মাসে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দিচ্ছেন এ অভিনেত্রী। সেখানে ২ জুন থেকে শুরু হবে তার নতুন ছবির কাজ। এ ছবিতে তাকে দেখা যাবে টালিউডের সোহম, ওম ও বাংলাদেশের আমান রেজার সঙ্গে। আসছে ২ জুন থেকে সেখানে শুরু হচ্ছে তাঁর নতুন ছবিটির কাজ।

প্রায় দু' বছর বিরতির পর যৌথ প্রযোজনার কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মাহি। যৌথভাবে এ ছবি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কলকাতার জয়দীপ মুখার্জির সঙ্গে বাংলাদেশ থেকে যৌথভাবে ছবিটি পরিচালনা করবেন অনন্য মামুন।

ছবির শুটিং হবে তিন ধাপে। প্রথমে যুক্তরাজ্য, এরপর বাংলাদেশ ও ভারতের কলকাতায়।

পরিচালক অনন্য মামুন বলেন, ছবির গল্পে তিন নায়কই মাহির প্রেমে অন্ধ থাকে। সবাই তার জন্য প্রাণ দিতে প্রস্তুত। কিন্ত শেষ পর্যন্ত কে তাকে পাবে তা সিনেমা হলে ছবি শেষ হবার আগে দর্শক বুঝতে পারবেন না।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে