সোমবার, ২২ মে, ২০১৭, ১০:০৪:৩০

অসুস্থ জুটনের পাশে দাঁড়ালেন পরীমনি

অসুস্থ জুটনের পাশে দাঁড়ালেন পরীমনি

বিনোদন ডেস্ক: বিনোদন সাংবাদিক জুটন চৌধুরীর পাশে এসে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা পরীমনি। জুটন চৌধুরীর চিকিৎসার জন্য তিনি ১ লাখ টাকা দিয়েছেন। গোড়াতে ব্যাপারটি প্রকাশ করতে চাননি তিনি। বললেন, ‘এটা আমার একান্ত নিজস্ব ব্যাপার। জুটন চৌধুরী আমাদের অঙ্গনের একজন। তার চিকিৎ​সার জন্য এটা প্রয়োজন। তাই যতটুকু পেরেছি, দিয়েছি। কাউকে কিছু দিয়ে তা না বলাই ভালো।’

পরীমনি এই সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। অবশ্য পরে বলেন, ‘যদি আমার এই উদ্যোগ দেখে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জুটন চৌধুরীর চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তা হলে খবরটি প্রকাশ করতে পারেন।’

জ্যেষ্ঠ চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরী কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শনিবার সন্ধ্যায় চিত্রনায়িকা ববিতা জুটন চৌধুরীর চিকিৎ​সার জন্য ৫০ হাজার টাকা দিয়েছেন।

জুটন চৌধুরীর চিকিৎসায় যদি কেউ সহযোগিতা করতে চান, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নং-০১১৩৪০০৬০৭৯, তাড়াইল ব্রাঞ্চ, ব্যাংক এশিয়া লিমিটেডে জমা দিতে পারেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে