মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০৯:২১:৪৬

শুভশ্রীকে নিয়ে এবার শাকিবের নতুন ছবি ‘চালবাজ’

শুভশ্রীকে নিয়ে এবার শাকিবের নতুন ছবি ‘চালবাজ’

বিনোদন ডেস্ক: চলচ্চিত্রের সার্বিক অবস্থা, শিল্পী সমিতির নির্বাচনের দিন অপ্রত্যাশিত ঘটনাসহ নানা দহনে দগ্ধ ছিলেন ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। তবে সবকিছুকে পেছনে রেখে আবারও অভিনয়ে মন দিয়েছেন তিনি।

কাজ করছেন ‘রংবাজ’ ছবিতে। তার ভিড়ে এলো আরও এক নতুন খবর। কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে আবারও জুটি বাঁধলেন শাকিব। শুভশ্রীকে নিয়ে এবার শাকিবের নতুন ছবি ‘চালবাজ’ এই খবর নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।

‘নবাব’ এর পর শাকিব এবার শুভশ্রীকে নিয়ে হাজির হবেন ‘চালবাজ’ হয়ে। দুই বাংলার যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশ থেকে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন। কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।

শাকিব খান জানালেন, ‘আবারও একটি যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হলাম। এই ছবি দিয়ে শুভশ্রীর সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধলাম। আশা করছি ভালো একটি ছবি উপহার দেব সবাই মিলে।’

ছবিটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আগামী ২০ জুন থেকে ছবিটির শুটিং হবে লন্ডনে। যৌথ প্রযোজনার সব নিয়ম মেনেই ছবিটি নির্মিত হবে। এখানে গল্প ও নির্মাণের মুন্সিয়ানা থাকবে।’

তিনি আরও জানান, ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়া আরও থাকবেন দুই বাংলার একঝাঁক তারকা। চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়া হবে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে