মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০৯:৪৯:৫১

দুই দশক পর তামিল ফিল্মে কাজল

দুই দশক পর তামিল ফিল্মে কাজল

বিনোদন ডেস্ক: প্রায় দুই দশক পর তামিল সিনেমায় ফিরছেন কাজল। ফিল্মের নাম ‍’ভিআইপি-২‍’। এই ফিল্মে রজনীকান্ত এর জামাই ধনুশ এর সঙ্গে দেখা ‌যাবে বলিউডের সিমরনকে। ছবির পরিচালনা করছেন রজনীকান্তের মেয়ে ও ধনুশের শ্যালিকা সৌন্দরা রজনীকান্ত।

২০১৪ সালে তামিল সিনেমা ‍’ভিআইপি‍’র সিক্যুয়েল ফিল্ম হল ‍’ভিআইপি-২‍’। সেই ‍’ভিআইপি-২‍’ফিল্মেরই মিউজিক ভিডিওর বেশকিছুটা অংশ শ্যুট করলেন কাজল। ট্যুইটারে কাজল ও ধনুশ এর সেই মিউজিক ভিডিও-র শ্যুটিং-এর ছবি পোস্ট করেছেন সৌন্দরা রজনীকান্ত। কাজলও ট্যুইটারে সেই ছবি পোস্ট করেছেন।

এর আগে রাজীব মেনন পরিচালিত ‘মিনসারা কানাভু’তে দেখা গেছে তাকে। ধনুশের সঙ্গে ‍’ভিআইপি-২‍’ সংলাপ ‍’ভিআইপি-২‍’ ‍’ভিআইপি-২‍’ নিজেই লিখেছেন ধনুশ নিজেই। শোনা ‌যাচ্ছে এই ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা ‌যাবে ধনুশকে। জানুয়ারিতেই ফার্স্ট লুক পোস্ট পোস্টার মুক্তি পেয়েছে।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে