মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ১০:৩১:১০

‘আমার হৃদয় ভেঙে গেছে, আমি ভাষা হারিয়ে ফেলেছি’

‘আমার হৃদয় ভেঙে গেছে, আমি ভাষা হারিয়ে ফেলেছি’

বিনোদন ডেস্ক: নিজের কনসার্টে ১৯ প্রাণহানির ঘটনায় হতবাক আমেরিকান গায়িকা আরিয়ান গ্রান্ডে। ইংল্যান্ডের ম্যানচেস্টারে আয়োজিত কনসার্টে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। তবে এ ঘটনায় ২৩ বছর আরিয়ানার শারিরীক কোনো ক্ষতি হয়নি। কিন্তু তিনি জানিয়েছেন, এ ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে।  

বোমা বিস্ফোরণের পর আরিয়ানার টুইট, ‘আমার হৃদয় ভেঙে গেছে, আমি ভাষা হারিয়ে ফেলেছি’।

গতকাল সোমবার রাতে আরিয়ানার কনসার্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কনসার্টস্থল ছিল কানায় কানায় পূর্ণ। যাদের বেশিরভাগই আরিয়ানার কিশোরী ভক্ত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে