মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০১:১২:৫১

আবির্ভাব ঘটলো মেধাবী মিউজিশিয়ানদের সমন্বয়ে গঠিত ব্যান্ডদল ‘বাউন্ডুলে’র

আবির্ভাব ঘটলো মেধাবী মিউজিশিয়ানদের সমন্বয়ে গঠিত ব্যান্ডদল ‘বাউন্ডুলে’র

বিনোদন ডেস্ক: সংগীতের জগতে নতুন করে আবির্ভাব ঘটলো তরুন প্রজন্মের কয়েকজন মেধাবী মিউজিশিয়ানদের সমন্বয়ে গঠিত ব্যান্ডদল ‘বাউন্ডুলে’র।

সম্প্রতি এই ব্যান্ড দল বিভিন্ন অলাইন প্রচার মাধ্যমে লগো উন্মোচিত করার মধ্যদিয়ে তাদের জানান দেয়। ফোক রক ব্যান্ড ‘বাউন্ডুলে’ মৌলিক এবং ফিউশন দুই ধরনের গান করার কথা জানিয়েছেন। ঘটা করে এক আরম্বর আয়োজনের মধ্য দিয়ে তাদের বিষদ আকারে পথচলা শুরু হবে এমনটাই জানিয়েছেন ব্যান্ড’র ভোকাল এবং ব্যান্ড লিডার সংগীত শিল্পী প্রিন্স মামুন।

প্রিন্স মামুন বলেন, যুগোপযোগী ফোক ধাচেঁর মৌলিক এবং ফিউশনধর্মী গান করার চিন্তা করেছি আমরা। আমরা আমাদের একটি সলো অ্যালবামের মধ্যদিয়ে যাত্রা শুরু করবো।সকল সংগীত পিপাষুদেরর কাছে দোয়া চাইছি।

উল্লেখ, ইদানিং নতুন কয়েকটি ব্যান্ড দলের আবির্ভাব হলেও আশানুরুপ কোন প্রত্যাশা পূরণে কেউ ভুমিকা রাখতে পারেনি। শত প্রতিযোগিতার ভীড়ে ‘বাউন্ডুলে ব্যান্ড’ প্রত্যাশা পূরণে কতটা ভূমিকা রাখবে এটাই এখন দেখবার বিষয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে