মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০২:৫৩:২৮

তৌসিফ-মেহজাবীনের ‘আন্তঃনগর প্রেম’

তৌসিফ-মেহজাবীনের ‘আন্তঃনগর প্রেম’

বিনোদন ডেস্ক: জেনিফারের চিঠি, এপিটাফ, ভাষা, সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, ক্রেডিট কার্ড, স্বপ্নের বনলতা, মায়াপুরের মায়া ছাড়াও আরও অনেক দর্শকপ্রিয় নাটকে জুটিবেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং মেহজাবীন চৌধুরী। এই দুই তারকার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এবার তৌসিফ-মেহজাবীন অভিনয় করেছেন ‘আন্তঃনগর প্রেম’ শিরোনামের নতুন একটি নাটকে।

মাহমুদ রাহাতের গল্পে, ইমরাউল রাফাত ও ইমেল হকের যৌথ চিত্রনাট্যে এই নাটকটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা বিপ্লব ইউসুফ। নির্মাতা জানালেন, গেল মাসেই ‘আন্তঃনগর প্রেম’ নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। তৌসিফ-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন মিলি বাসার, রকি খান, রত্না।

নাটকটি নিয়ে তৌসিফের সঙ্গে যখন কথা হচ্ছিল তখন তিনি থাইল্যান্ডে। সেখান থেকে তিনি জানালেন, ‘আন্তঃনগর প্রেম’ নাটকটি ঈদের জন্য নির্মিত হয়েছিল। তার আগেই প্রচার হচ্ছে। তিনি বলেন, এই নাটকের গল্পে এক ধরণের রোমান্টিকতা আছে, যেটা সহজে প্রকাশ পায় না। আমার ধারণা নাটকটি দর্শকদের মনে দাগ কাটবে।’

মেহজাবীন বলেন, ‘আন্তঃনগর প্রেম’ নাটকে আমি ফারিয়া চরিত্রে অভিনয় করেছি। আমার বিপরীতে রয়েছে তৌসিফ; সে নিপুণ চরিত্রে অভিনয় করেছে। পারিবারিক ও রোমান্টিক দুই ধরণের আবহ ফুটে উঠবে গল্পে। দর্শকদের নাটকটি দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

‘আন্তঃনগর প্রেম’ নাটকটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ আল নোমান। জানা গেছে, শুক্রবার রাত ৮ টা ১০ মিনিটে এই নাটকটি আরটিভিতে প্রচার হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে