মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০৩:৫৭:৪২

খোকনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত: কাজী হায়াৎ

খোকনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত: কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক: পরিচালকদের বলা হয় ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এখন সেই ক্যাপ্টেনই যদি প্রথম সারির ক্রুদের নিয়ে বাজে মন্তব্য করেন, তা হলে বিষয়টির মানে দাঁড়ায় তিনি চাচ্ছেন না জাহাজ বেশি দূর যাক। জাহাজ ডুবানোই তার একমাত্র লক্ষ্য।

আর এই লক্ষ্যেই এখন স্থির আছে বাংলা চলচ্চিত্রের একজন পরিচালক। নাম তার বদিউল আলম খোকন। ‘কিছু পরিচালক বেকার’, এমন মন্তব্য করায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে প্রথমে আইনি নোটিশ পাঠানো হয় শাকিব খানকে। তার পক্ষে কথা বলায় নোটিশ পাঠানো হয় নায়ক-পরিচালক বাপ্পারাজকে। এর পর এ পরিচালক যা করলেন, তাতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত বলে মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কাজী হায়াৎ।

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব নায়করাজ রাজ্জাককে নিয়ে কটূক্তি করার মতো দুঃসাহস দেখিয়েছেন পরিচালক সমিতির বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন। এ বিষয়ে কাজী হায়াৎ বলেন, দেশের মানুষ নায়করাজ রাজ্জাককে কাজের পুরস্কার দিয়েছে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন।

চলচ্চিত্রে অবদান রাখার জন্য তাকে স্বাধীনতা পদক প্রদান করেছে সরকার, সেই কিংবদন্তিকে নিয়ে সামান্য একজন ব্যক্তি (বদিউল আলম খোকন) এ ধরনের কথা বলার দুঃসাহস দেখায় কী করে? এটি সহ্য করার মতো নয়। তার এত বড় সাহস হলো কীভাবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি, দোষীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত।

নায়করাজ রাজ্জাক সম্পর্কে কাজী হায়াৎ আরও বলেন, রাজ্জাক সাহেব এখন অসুস্থ। মাঝেমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তারপরও তিনি সুযোগ পেলেই চলচ্চিত্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। তিনি চলচ্চিত্রের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। অথচ সেই তিনিই এখন জানছেন আমরা কত বড় অকৃতজ্ঞ, বেঈমান। আমরা তার কাজকে স্বীকৃতি দিতে পারলাম না। আমরা যারা এই জীবন্ত কিংবদন্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করছি, আমরা নিজেরাই জানি নায়করাজ রাজ্জাকের কাছে আমরা কিছুই না। তারপরও গুণী এ ব্যক্তিকে আমরা টেনেহিঁচড়ে নর্দমায় নামানোর চেষ্টা করছি।

হাতেগোনা এমন কিছু বেয়াদবের জন্য আজ পুরো জাতির মাথা হেঁট হয়ে যাচ্ছে। জীবন্ত এই কিংবদন্তিকে নিয়ে যারা সমালোচনায় ব্যস্ত, তাদের অর্জনের ঝুলিতে ল্য করলে দেখা যাবে জিরো। অথচ চলচ্চিত্রের নত্রকে নিয়ে আজেবাজে মন্তব্য করে পুরো জাতিকে কলুষিত করছে।

এ বিষয়টি জাতীয়ভাবে দেখা উচিত। মানুষের ভুল মেনে নেওয়া যায়; কিন্তু বেয়াদবি মানা ঠিক নয়। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, অতিদ্রুত বিষয়টি পর্যবেণ করে দোষীকে সাজা দিন। কারণ এ ব্যক্তি শুধু রাজ্জাক সাহেবকেই ছোট করেননি, ছোট করেছেন এ দেশকে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে