মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০৪:২৭:৫৯

মার্কিন পপ গায়িকার 'হৃদয় ভেঙে গেছে'

মার্কিন পপ গায়িকার 'হৃদয় ভেঙে গেছে'

বিনোদন ডেস্ক : ইউরোপও আর সন্ত্রাস হামলার হাত থেকে মুক্ত নয়। শুধু তৃতীয় বিশ্বের দেশগুলিই নয়, বিশ্বের প্রথম সারির দেশগুলিও এখন সন্ত্রাসের কবলে পড়ে নাভিঃশ্বাস ছাড়ছে। একেরপর এক হামলায় কার্যত রাতের ঘুম ছুটেছে ইউরোপীয় মহাদেশের সমৃদ্ধশালী দেশগুলির প্রশাসনের।

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষে এই বিস্ফোরণে তিনি নিজে অক্ষত থাকলেও মারা গেছে ১৯ জন। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, "আমার হৃদয়টা একবারে ভেঙে-চুড়ে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মত ভাষা হারিয়ে ফেলেছি"।

হাজার হাজার ভক্ত-সমর্থকের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় ২৩বছর বয়সী এই গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে। সেখানে বহু সংখ্যায় টিন-এজ মেয়েরা ছিল।

চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া আরিয়ানা গ্রান্দের ইউরোপ ট্যুরের মাঝামাঝি সময়ে এসে এই হামলার ঘটনা ঘটলো। বার্মিংহাম এবং ডাবলিনে এর আগেই তিনি পারফর্ম করেছেন। বুধবার এবং বৃহস্পতিবার তার লন্ডনের ওটু এরিনাতে গান গাওয়ার কথা রয়েছে।
২৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে