মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০৬:০০:০৩

কোনও রেকর্ডই করেনি বাহুবলী-২ : বিষ্ফোরক দাবি এই পরিচালকের

কোনও রেকর্ডই করেনি বাহুবলী-২ : বিষ্ফোরক দাবি এই পরিচালকের

বিনোদন ডেস্ক : বাহুবলী জ্বরে কাঁপছে গোটা ভারত। শুধু দেশই নয়, বিদেশের মাটিতেও বিজয় পতাকা উড়িয়েছে এস এস রাজামৌলির এই ছবি। মুক্তির প্রথম দিনেই ঘরে তুলেছিল ৪১ কোটি। প্রথম সপ্তাহেই প্রথম ভারতীয় ছবি হিসাবে ১০০০ কোটির চৌকাঠ পেরিয়েছিল।

এখনও থামেনি মাহেষমতী সাম্রাজ্যের সেই বিজয় রথ। সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে দেড় হাজারের কোটা পূর্ণ করে এখনও বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’। প্রভাস, অনুষ্কা, তামান্না, রানা দগ্গুবতীর একের পর এক ছক্কা হাঁকানোর মধ্যেই বাহুবলীর সুর কাটলেন ‘গদর: এক প্রেমকথা’-এর পরিচালক অনীল শর্মা।

অনীলের দাবি, কোনও রেকর্ডই আসলে ভাঙতে পারেনি বাহুবলী ২। সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে একটি সাক্ষাৎকারে অনীলের দাবি, “সানি দেওল ও আমিশা পটেল অভিনীত ‘গদর’ সেই সময়ের ব্লক ব্লাস্টার হিট হয়েছিল। এটা সম্পূর্ণভাবেই সময়ের উপর নির্ভর করে। গদর আজ মুক্তি পেলে ৫ হাজার কোটির ব্যবসা করত।” ২০০১-এ যখন ‘গদর’ মুক্তি পায় তখন ২৬৫ কোটি টাকার ব্যবসা করেছিল সেই ছবি।

কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে অনীলের পরবর্তী ছবি ‘জিনিয়াস’। এই ছবি দিয়েই বলিউডে পা রাখবেন অনীলের ছেলে উৎকর্ষ শর্মা। ‘গদর: এক প্রেমকথা’ ছবিতে শিশু শিল্পী হিসাবে সানি-আমিশার ছেলের চরিত্রে দেখা গিয়েছিল উৎকর্ষকে। ‘জিনিয়াস’-এর হাত ধরে ফের বড় পর্দায় ফিরবেন উৎকর্ষ। তবে এই ছবির মুক্তির তারিখ এখনও জানা যায়নি।

২৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে