মঙ্গলবার, ২৩ মে, ২০১৭, ০৬:৪৫:৫৫

কাটাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

কাটাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক : বাহুবলীর কাটাপ্পার বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। একটি মানহানির মামলায় কাটাপ্পা খ্যাত সত্যরাজ ও সিঙ্গাম খ্যাত জনপ্রিয় তামিল নায়ক সুরিয়া (সূর্য)-সহ আটজন তামিল অভিনেতার বিরুদ্ধে এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তামিলনাড়ুর একটি আদালত।

কয়েক বছর আগে একটি তামিল দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে তামিল অভিনেত্রীদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে অভিযোগ ওঠে। ২০০৯ সালের ৭ অক্টোবর সাউথ ইন্ডিয়ান সিনে অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের এক বৈঠকে ওই প্রতিবেদন প্রকাশ করার জন্য ওই তামিল দৈনিকটির কড়া নিন্দা করা হয়। এই ঘটনায় সাউথ ইন্ডিয়ান সিনে অ্যাক্টরস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন এক ফ্রিলান্স সাংবাদিক এম রোজারিও।

তার অভিযোগ, বৈঠকে শুধুমাত্র ওই তামিল দৈনিকটির সমালোচনা না করে, সব সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে। মামলায় সূর্য ও সত্যরাজ-সহ আটজন তামিল অভিনেতার বিরুদ্ধে সমন জারি করে আদালত। তাদের ২০১১ সালে ১৯ ডিসেম্বর আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সশরীরে হাজিরার হাত থেকে বাঁচতে মাদ্রাজ হাই কোর্টে পাল্টা মামলা করেন তামিল অভিনেতারা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। যদিও অভিনেতারা কেউ আর আদালতে হাজিরা দেননি।

চলতি বছরের ১৫ মে ফের মামলাটির শুনানি হয়। শুনানিতে মামলকারীর আইনজীবী আদালতকে জানান, সূর্য সত্যরাজ সহ-আট অভিনেতার কেউ এখনও আদালতে হাজিরা দেননি। এরপরই তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

২৩ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে