বুধবার, ২৪ মে, ২০১৭, ০৭:৫২:৪৫

চলচ্চিত্রে বড় ধরণের ষড়যন্ত্র হচ্ছে : ইলিয়াস কাঞ্চন

চলচ্চিত্রে বড় ধরণের ষড়যন্ত্র হচ্ছে : ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক : অনেকটা আক্ষেপ নিয়ে কথাটি বলেছেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বুধবার বিকালে বিএফডিসিতে আয়োজিত চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে এই কথা বলেন তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যেখানে আগে সিনেমা হল ছিলো, সেখানে বড় বড় মার্কেট হয়েছে। যৌথ প্রযোজনার নামের ছবিগুলোতেও মানা হচ্ছে না সঠিক নিয়ম-নীতি। চলচ্চিত্রে বড় ধরণের ষড়যন্ত্র হচ্ছে।’ নতুন কমিটির উদ্দেশ্যে ইলিয়াস কাঞ্চন আরো বলেন, দায়িত্বপ্রাপ্তদের উচিৎ সিনিয়র শিল্পীদের সঙ্গে পরামর্শ করে চলচ্চিত্রের স্বার্থে কাজ করা।

তিনি আরো বলেন, একটি শরীরের মাথা যখন ঠিক থাকবে, তখন পুরো শরীরটাই ঠিক থাকবে। আর মাথা যখন অকেজো হবে, তখন শরীর দিয়ে কিছুই হবে না। আমাদের চলচ্চিত্রে শিল্পী সমিতিটাও মাথার মত। তাই এই সমিতিকে অবশ্যই কার্যকরি হতে হবে। এখন দেখা যাক, আমাদের নতুন কমিটি ঠিকভাবে শিল্পী ও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে কি না। তবে আমরা আশা করি, তারা আমাদের হতাশ করবে না।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ মে) চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নেয় আদালত। এরই প্রেক্ষিতে বুধবার (২৪ মে) সংবাদ সম্মেলন করে শিল্পী সমিতি।
২৪ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে