বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭, ০৮:৫৪:১১

চিত্রপরিচালক পি এ কাজল আর নেই

চিত্রপরিচালক পি এ কাজল আর নেই

বিনোদন ডেস্ক: চিত্রপরিচালক  পি এ কাজল আর নেই। তার ছেলে চয়ন আচার্য ওম জানিয়েছেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রপরিচালক।

তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। উন্নত চিকিৎ​সার জন্য তাকে ভারতে নেওয়া হয়েছিল। এরপর তিনি দেশে ফিরে আসেন। অবস্থার অবনতি হওয়ায় ৪ মে তাকে জেড এইচ শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওম আরও জানান, পি এ কাজলের মরদেহ এখন শমরিতা হাসপাতালের শবহিমাগারে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে রায়েরবাজারের শ্মশানে পি এ কাজলের শেষকৃত্য সম্পন্ন হবে। পি এ কাজলের পুরো নাম পূর্ণেন্দু আচার্য কাজল। তার স্ত্রী সুচিত্রা আচার্য। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু করেন পি এ কাজল। ১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শাকিব খান থেকে শুরু করে সাইমন পর্যন্ত প্রায় সব তারকাই তার ছবিতে অভিনয় করেছেন।

‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণ দুশমন’, ‘ভালোবাসা আজকাল’, ‘প্রাণের স্বামী’, ‘এক টাকার বউ’–এর মতো জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনা করেন তিনি। তার নির্মিত সর্বশেষ ছবি ‘চোখের দেখা’ গত বছর মুক্তি পায়।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে