বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭, ০৪:৫৮:০২

সংবর্ধনা অনুষ্ঠানে আসেননি রাজ্জাক ও শাবানা

সংবর্ধনা অনুষ্ঠানে আসেননি রাজ্জাক ও শাবানা

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ওরা ১১ জন’-এর শিল্পী-কলাকুশলীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে সংবর্ধনা গ্রহণ করেন ছবিটির শিল্পী-কলাকুশলীরা।

তবে এই সংবর্ধনা অনুষ্ঠানে দেখা যায়নি রাজ্জাক, শাবানা, এটিএম শামসুজ্জামান ও খসরু। যদিও পরিচালক সমিতি থেকে জানানো হয়েছিলো যে, রাজ্জাক ও শাবানা দুজনই সংবর্ধনা অনুষ্ঠানে আসবেন এবং সংবর্ধনা গ্রহণ করবেন। কিন্তু, শেষ পর্যন্ত তাদের দেখা পাওয়া যায়নি।

জানা গেছে, শাবানা দেশে আছেন। কিন্তু, পরিচালক সমিতি থেকে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে নায়করাজ রাজ্জাক অসুস্থ থাকার কারণে অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরিচালক মোহাম্মদ হোসেন জেমী।

২৫ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে