শুক্রবার, ২৬ মে, ২০১৭, ০৬:৩৯:৫৪

রহস্য উন্মেচন করলেন ক্যাটরিনা

রহস্য উন্মেচন করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত শারিরীক গড়নের কারণে সবার আকর্ষণ তিনি। তার ফিগার সৌন্দর্য  অগণিত মানুষের মনকে দোলা দেয়। বলিউড সুপারস্টার কাটরিনা কাইফের কথাই বলা হচ্ছে।

চিকনি চামেলী, শিলা কি জাওয়ানি সহ একাধিক আইটেম গানে তার পারফরম্যান্স দর্শককে মুগ্ধ করেছে বার বার। যে কারণে নায়িকার সুন্দর ফিগারে রহস্য নিয়ে এক ধরণের কৌতুহল রয়েই গেছে সবার মাঝে। এবার সেই রহস্যই উন্মেচন করলেন কাটরিনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, চেয়ার ছাড়াই বসার চেষ্টা করছেন কাটরিনা। শুধু তাই নয়, নিজে করার পাশাপাশি ভক্ত দর্শকের উদ্দেশ্যেও বললেন, মাঝে মাঝে যখন চেয়ার খুঁজে পাওয়া না যায়...। এটা জিমে চেষ্টা করুন। খুবই মজার।
২৬ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে