জন কবির আসলেন ,গল্প করলেন সাহস যোগালেন
বিনোদন ডেস্ক: বাংলাদেশের শিল্পীরা শুধু নিজ ক্যারিয়ার নিয়ে ভাবেন তা কিন্তু নয় ! ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব যে সকল শিশু করবেন তাঁদের যেকোনো কর্মকাণ্ডেই অংশ নেন এই দেশের সকল গুণী শিল্পীরা । তেমনই এক আয়োজনে জনপ্রিয় রক তারকা ,মডেল , অভিনেতা জন কবির হাজির হয়েছিলেন শুক্রবার বিকেলে রাজধানীর আরামবাগ দেশের ১ম শিশু টিভি প্রশিক্ষণ গনমাদ্ধম কেন্দ্র এ আর কিডস মিডিয়া ইন্সটিটিউট এ । জানা গেছে , ক্ষুদে টিভি সাংবাদিকটা 'প্রশিক্ষণের পাশা পাশী রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ,শিল্পী ,আইনজীবী ,চিকিৎসক দের আমন্ত্রন জানানো হয় ।
শিশু দের সাথে গল্প ,পরামর্শ এবং উৎসাহ জোগানোর জন্য । তাঁর ই অংশ হিসেবে এইবার জন কবির মুখোমুখি হলেন শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে । এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ,প্রধান নির্বাহী আরিফ রহমান বলেন , বর্তমানে শিশুদের গ্রুমিং চলছে আগামী বছর চ্যানেল বৈশাখী 'র জন্য নির্মাণ করা হচ্ছে শিশু সংবাদ ''আমরাও পারি '' ইন্সটিটিউট এর নিজস্ব প্রোডাকশনে । তাই তাঁদের মানসিক ভাবে সাহস জোগাতে এই আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন এক্সপার্ট দের আনা হবে বলে তিনি বলেন । শিল্পী জন কবির বলেন , আসলে ! বর্তমানে শিশুদের কথা বলার তেমন কোনও বেবস্থা নেই চ্যানেল গুলো তে । তাই শিশু দের এই আয়োজন দেখে রাজী হয়ে গেলাম । তিনি এই প্রতিবেদক কে আরও বলেন , শিল্পী ছারাও আমাদের সবার ই রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা ,ভালোবাসা এবং কর্তব্য আচ্ছে তার ই অংশ হিসেবে এইখানে আসা । প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে , এই সংবাদ ভিত্তিক অনুষ্ঠানের জন্য করা হচ্ছে থিম সং যেখানে কণ্ঠ দিবেন দেশের সেরা এই রক ভোকাল ।
অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস
�