শনিবার, ২৭ মে, ২০১৭, ০৯:২২:৫২

ধর্মীয় ভাবাবেগে আঘাত : বলিউডের পরিচালক-প্রযোজক গ্রেপ্তার

ধর্মীয় ভাবাবেগে আঘাত : বলিউডের পরিচালক-প্রযোজক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক : ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 'বহেন হোগি তেরি' বলিউড ছবির পরিচালক ও প্রযোজককে। সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার পরিচালক অজয় কে পান্নালাল ও প্রযোজক টনি ডিসুজাকে গ্রেপ্তার করে পাঞ্জাবের জলন্ধর পুলিশ। গতকাল জামিন পান তারা।

বিতর্কের সূত্রপাত ছবির একটি পোস্টারকে ঘিরে। গত মাসে পোস্টারটি সামনে আসে। সেখানে দেখা যায়,  শিবের সাজে মোটরবাইকে বসে আছেন অভিনেতা। বাইকটিতে লাগানো রয়েছে উত্তরপ্রদেশের নম্বর প্লেট।

সূত্রের খবর, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ দায়ের করা হয় প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। জলন্ধর থেকে মুম্বাইয়ে আসে পুলিশ। অজয় কে পান্নালাল ও টনি ডিসুজার মেডিক্যাল পরীক্ষা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ছবির অপর এক প্রযোজক নীতিন উপাধ্যায় জানিয়েছেন, দুজনে জামিন পেয়েছেন। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে তা নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। এই মামলাটির তদন্তকারী কর্মকর্তা ডি সুধারভিজহি বলেন, স্থানীয় একটি গ্রুপ ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ দায়ের করেছিল। তার ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

‘বহেন হোগি তেরি’ একটি সিরিয়াস ড্রামা ফিল্ম। লখনউকে ঘিরে ছবির গল্প গড়ে উঠেছে। ছবিতে রাজকুমার রাওকে অন্যভাবে দেখা যাবে। তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করছেন শ্রুতি হাসান।

২৭ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে