রবিবার, ২৮ মে, ২০১৭, ০২:৩৬:৫৬

দেশের বাইরে প্রথম পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী

দেশের বাইরে প্রথম পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক: কলকাতায় ১৬তম টেলি সিনে অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো পুরস্কার পাচ্ছেন তিনি। ২০১৬ সালে চলচ্চিত্র ও টেলিভিশনে অনবদ্য অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

চঞ্চল চৌধুরী বলেন, ‘১২ দিন আগে টেলি সিনে কর্তৃপক্ষের কাছ থেকে মেইল পেয়েছি। সেখান থেকেই জানতে পারি আমি সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছি। ২০১৬ সালে আমি যে কাজগুলো করেছি, সেগুলোর জন্যই আমাকে পুরস্কৃত করা হচ্ছে। তার মধ্যে অন্যতম ছিল অমিতাভ রেজার “আয়নাবাজি”। দুঃখের ব্যাপার হলো, ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ততার কারণে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পারছি না।’

চতিনি আরও বলেন, ‘যে কোনো পুরস্কার পাপ্তি ভালো লাগে। তবে প্রথম দেশের বাইরের কোনো আয়োজনে পুরস্কার পেতে যাচ্ছি। এই অনুভুতি একটু অন্যরকম। দেশের সীমানা পেড়িয়ে অন্য দেশ থেকে কাজের স্বীকৃতি পাচ্ছি। ভালোই লাগছে।’

এই আসরে বাংলাদেশ থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন নায়করাজ রাজ্জাক। চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। আগামী ৪ জুন কলকাতায় এই পুরস্কার দেওয়া হবে। 

দুই বাংলার চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। তার সঙ্গে কলকাতার প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিককেও আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে। যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’ ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান পাচ্ছেন সেরা নায়কের পুরস্কার। দুই বাংলার চলচ্চিত্রে জনপ্রিয়তার জন্য নুসরাত ফারিয়াও পুরস্কার পাচ্ছেন। সংগীতে বাংলাদেশ থেকে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কনাকে পুরস্কার দেওয়া হবে।

জানা গেছে, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ৩ জুন নায়করাজ রাজ্জাক কলকাতায় যাবেন। আইয়ুব বাচ্চু ২ জুন কলকাতা পৌঁছুবেন। এ ছাড়া বাংলাদেশি টিমের অন্য সদস্য হাবিব ওয়াহিদ ও নুসরাত ফারিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে