রবিবার, ২৮ মে, ২০১৭, ০৩:০৬:২৫

'কষ্ট করে হলেও ১২ বছর বয়সে প্রথম রোজা রাখি'

'কষ্ট করে হলেও ১২ বছর বয়সে প্রথম রোজা রাখি'

বিনোদন ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্ববহ ও ফজিলতপূর্ণ পবিত্র মাহে রমজান। প্রত্যেক মুসলমানই চেষ্টা করেন প্রতিটি রোজা রাখার। তারকারাও এর ব্যতিক্রম নন। শুটিংসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তারাও রোজা রাখার চেষ্টা করেন। এখন যারা শোবিজ শাসন করছেন সেসব তারকাও চেষ্টা করতেন ছোটবেলা থেকেই রোজা রাখার।

রমজানের প্রথমদিনে চিত্রনায়ক রিয়াজ জানালেন তার প্রথম রোজা রাখার অভিজ্ঞতা-

‘‘খুব ছোটবেলায় যখন রোজা রাখতে চাইতাম, তখন কষ্ট হবে বলে বাবা-মা রোজা রাখতে দিতে চাইতেন না। তারপরও আমি চুপিচুপি উঠে সেহেরি খেতাম। যখন আমার বয়স ১২ বছর তখনই প্রথম রোজা রাখি। সেবার অনেক কষ্ট করে হলেও রোজা রাখতে পেরেছিলাম। পরে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়। গতবার শারীরিক অবস্থা ভালো ছিলনা, তাই সবগুলো রোজা রাখতে পারিনি। এবার ইনশাল্লাহ নিয়ত আছে সবগুলো রোজা রাখবো।’’

রিয়াজ বর্তমানে অভিনয় করছেন রূপকথার গল্প অবলম্বনে চ্যানেল আই-এর মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’ নাটকে। এছাড়া যাচাই-বাছাই করে ঈদের নাটকের শুটিং করছেন। সর্বশেষ এই নায়ক অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে