রবিবার, ২৮ মে, ২০১৭, ০৬:২২:৫১

'মাধবী কী ছিল ভুল' এর আতিক হাসানের গল্প

'মাধবী কী ছিল ভুল' এর আতিক হাসানের গল্প

বিনোদন ডেস্ক: তখন তিনি চট্টগ্রাম নগরীতে এখানে-ওখানে গান করে বেড়ান। মঞ্চে গান করাটাই ছিল আতিক হাসানের নিত্য পেশা। এরই মাঝে একদিন তাকে দেখা করতে বললেন চট্টগ্রামের এক ব্যবসায়ী। ব্যবসায়ীর নাম এম এস আলম। আতিক হাসানের গ্রাম ফটিকছড়ি। এম এস আলমের বাড়িও সেখানেই। যার কারণে আতিকের গান তার কানে অজস্রবার পৌঁছেছে। ভাবেন এই ছেলেটা সুযোগ পেলে ভালো করবে। আতিক দেখা করেন।  

কীভাবে ভালো করা যায়, এই জন্য বিভিন্নজনের নিকট পরামর্শ নিলেন এম এস আলম। সবাই পরামর্শ দিলেন গানের ক্যাসেট বের করলেই আতিকের নাম সবাই জানবে। ঠিক আছে, গানের ক্যাসেট বের করা হবে। আতিককে ঢাকায় নিয়ে এলেন আলম সাহেব। সেটা ২০০১ সালের ঘটনা। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের সাথে আলাপ করলেন তিনি। কথা চূড়ান্ত। আলম সাহেব ক্যাসেট বের করার খরচ দিলেন। ২০০২ সালে ইথুন বাবুর কথা ও সুরে আতিক হাসানের ক্যাসেট বের হলো 'মাধবী কী ছিল গো ভুল'। প্রথম অ্যালবামই হিট। শুধু হিট না সুপার-ডুপার হিট। 'মাধবী কী ছিল গো ভুল' 'যখন শুধু মনে পড়ে তোমাকে', 'বোঝোনি ভুল করে' গানগুলো ছড়িয়ে পড়ল সারা দেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে, শহরে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলার 'কিশোর কুমার' খ্যাত আতিক হাসানকে।

আতিকের গানে হাতেখড়ি ক্লাস সেভেনে পড়ার সময়। গানের প্রতি প্রবল আগ্রহ দেখে মামা সৈয়দ তৌফিকুল ইসলাম হারমোনিয়ামে ধরিয়ে দেন সা-রে-গা-মা–পা। তিনি ছিলেন ঢাকার বুলবুল ললিতকলা একাডেমির শিক্ষক। এরপর শুরু হয় গান করা। ১৯৯৮ সালে চট্টগ্রামে পেশাদার মঞ্চশিল্পী হিসেবে গান শুরু করেন আতিক। প্রথম অ্যালবাম হিট হবার পর চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসেন তিনি। আতিকের গানের চাহিদা বেড়ে গেল। বের হতে থাকল অ্যালবাম। কোনোটাই ফ্লপ ছিল না। এভাবে ১৪টা একক অ্যালবাম প্রকাশ পায় আতিক হাসানের। দেড়শতাধিক মিক্সড ও দ্বৈত অ্যালবাম মুক্তি পেয়েছে।

প্রথম অ্যালবাম আতিকের জীবনে আমূল পরিবর্তন এনে দেয়। এনে দেয় অর্থ, খ্যাতি, যশ। কিন্তু এগুলোর বাইরে আতিকের কাছে বদলে যাওয়া জীবনের সুখস্মৃতিগুলো বেশ রোমাঞ্চ দেয়। স্ত্রীকে নিয়ে ২০০৩ সালে কক্সবাজার বেড়াতে গেছেন। সেখানে প্রচুর পর্যটক, এ ছাড়াও প্রচুর পিকনিকের পার্টি এসেছিল। তারা শামিয়ানা টাঙিয়ে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে গান বাজায়। আতিক বিচে গিয়ে নিজেই অভিভূত হয়ে যান। কেননা একটা দুটা নয়, অধিকাংশ পিকনিক পার্টির সাউন্ড বক্সে বাজছে 'মাধবী'। কালের কণ্ঠের সাথে আলাপকালে নিজের মনে গেঁথে যাওয়া স্মৃতি এভাবেই প্রকাশ করলেন আতিক হাসান।
এখনো তাঁর প্রচুর ভক্ত রয়েছে। এর প্রমাণ পেলেন কয়েকদিন আগে মোহাম্মদপুরে গেছেন একটা কাজে। আতিক কালের কণ্ঠকে বলেন, 'এক ভক্ত কোত্থেকে এসে জানাল সে আমার ভক্ত, তার মোবাইল খুলে দুই জিবি আমার গান দেখাল। ভালো লাগল বিষয়টা। '      

সংগীতে কোনো অতৃপ্তি নেই, অপ্রাপ্তি বা অপূর্ণতা নেই। সংগীতের মাধ্যমে সফল আতিক। নিজের জীবন বদলে গেছে আতিক হাসানের। অর্থনৈতিকভাবে স্বচ্ছল আতিক হাসান শুধু সংগীত ক্যারিয়ারের উপার্জন দিয়েই চট্টগ্রামে একটি পাঁচতলা বাড়ি বানিয়েছেন। ঢাকায় রয়েছে ফ্ল্যাট। স্ত্রী সোমা, এক পুত্র ও এক কন্যা নিয়ে ঢাকার শান্তি নগরে বসবাস করছেন তিনি। ছেলে আরাফ বিন আতিক এবার ও লেভেল পরীক্ষা দেবে। মেয়ে সোহানা আতিক সপ্তম শ্রেণিতে পড়ে।

আতিক হাসান এখনো পুরোপুরি সংগীতের ওপরই নির্ভরশীল। দেশ-বিদেশে মঞ্চে পারফর্ম করছেন। সামনে কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার কথা রয়েছে বলে জানালেন তিনি। এ ছাড়াও কিছু গানে কণ্ঠ দিয়েছেন, সেগুলো শিগগির বাজারে আসবে।
২৮ মে ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে