সোমবার, ২৯ মে, ২০১৭, ০২:৫২:১১

‘আল্লা মেহেরবান’ নিয়ে আমরা মুখে কিছু বলব না: আজিজ

‘আল্লা মেহেরবান’ নিয়ে আমরা মুখে কিছু বলব না:  আজিজ

বিনোদন ডেস্ক: ঈদের ছবি ‘বস ২’–এর  ‘আল্লা মেহেরবান’ গানটি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এই গানের মধ্য দিয়ে সাধারণ মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত করার অভিযোগ উঠেছে। যৌথ প্রযোজনার এ ছবির বাংলাদেশ প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার বরাবর দুটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রথমটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুল বাশার। আর দ্বিতীয়টি একই আদালতের আরেক আইনজীবী মুহম্মদ হুজ্জাতুল ইসলাম খান। এর প্রেক্ষিতে  প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘এখনো নোটিশটি হাতে পাইনি। পেলেও আমরা মুখে কিছু বলব না। যা হবে লিখিত। এই নোটিশের জবাব দিব আইনজীবীর মাধ্যমে। শিগগিরই এর জবাব দিব।’

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ‘আল্লা মেহেরবান’ গানটি। এই গানের সঙ্গে নুসরাত ফারিয়ার খোলামেলা নাচ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা শুরু হয়।

ছবির বাজারের সাথে সংশ্লিষ্টরা মনে করছেন, ছবি মার্কেটিংয়ের জন্য এত খোলামেলা ভাবে নুসরাতকে উপস্থাপনকরা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, ‘আল্লা মেহেরবান’ কথার সঙ্গে যে নাচ ও অঙ্গভঙ্গি করা হয়েছে, তা ধর্মীয় পরিপন্থী। প্রযোজনা প্রতিষ্ঠান ইচ্ছা করেই ছবিটিকে আলোচনায় রাখতে এমন খোলামেলা নাচ যুক্ত করেছে। এটা হলো প্রযোজনা প্রতিষ্ঠানের বিপণন পলিসি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে